পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাবা সিদ্দিকীর পুত্র জিশানের ছবি ধৃতের ফোনে ! - BABA SIDDIQUI MURDER CASE

তবে কি বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট সিদ্দিকী পুত্র জিশান ? মুম্বই পুলিশের প্রকাশিত তথ্যের পর এমনই প্রশ্ন উঠে আসছে ৷

BABA SIDDIQUI MURDER CASE
বাবা সিদ্দিকীর পুত্র জিশানের ছবি শুটারের ফোনে ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 5:10 PM IST

মুম্বই, 19 অক্টোবর: বাবা সিদ্দিকী খুনের মামলার ধৃতের ফোন থেকে এবার পাওয়া গেল ছেলে জিশান সিদ্দিকীর ছবি ! শনিবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ শুধু তাই নয়, সোশাল মিডিয়া প্লাটফর্ম 'স্ন্যাপচ্যাট'-এ সেই ছবি পাঠানো হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ ৷

12 অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে মারা হয় ৷ ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে যায় ৷ এই মৃত্যুর ঘটনার জন্য দায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং ৷ ইতিমধ্যেই, বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানান ধৃত রাম কানোজিয়া ৷ তাঁদের মধ্যে একজনের ফোন থেকে সিদ্দিকীর বিধায়ক পুত্র জিশানের ছবি পাওয়া গিয়েছে ৷ ধৃতের ফোনে তাঁর ছবি কেন ? সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে মুম্বই পুলিশ ৷ তাঁদের ধারণা, ভাড়াটে খুনিদের নিশানায় জিশানও থাকতে পারে ৷

বান্দ্রা পূর্বের বিধায়ক হলেন জিশান ৷ 12 তারিখ তাঁর কার্যালয়ের কাছেই বাবা সিদ্দিকীর উপর গুলি চালায় আততায়ীরা ৷ এরপর গুলিবিদ্ধ অবস্থায় অজিত গোষ্ঠীর এই নেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর ৷

এদিকে, বাবা সিদ্দিকী খুনের মামলায় নয়া তথ্য সামনে এসেছে ৷ মুম্বই পুলিশের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, কানোজিয়া জানিয়েছে প্রাথমিকভাবে তাঁকে এই হত্যার জন্য যোগাযোগ করেছিলেন পলাতক সুভম লোঙ্কার ৷ এই কাজের জন্য তাঁকে এক কোটি টাকা দেওয়া হবে বলে নাকি জানিয়েছিলেন সুভম ৷ কিন্তু প্রথমে বাবা সিদ্দিকীর নাম শুনে কাজটি নিতে খানিক ইতস্তত বোধ করেন মহারাষ্ট্রের বাসিন্দা কানোজিয়া ৷

এই সময় উত্তরপ্রদেশের কয়েকজন ভাড়াটে শুটারকে নিয়োগ করেন সুভম ৷ কানোজিয়ার দাবি, এই কাজের জন্য ধর্মা রাজ কাশ্যপ, গুরনেইল সিং এবং শিবকুমার গৌতমকে নিয়োগ করেছিলেন সুভম ৷ এরপর ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুভম-সহ শিবকুমার গৌতম ও জিশান আখতারের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয় মুম্বই পুলিশের তরফে ৷

আরও পড়ুন:

দশেরার রাতে আততায়ীর গুলিতে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকী, গ্রেফতার 2

বাবা সিদ্দিকী খুনের নেপথ্যে সলমন ! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের

ABOUT THE AUTHOR

...view details