নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি:অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর, গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিশী। গতকাল দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর গতকাল ফলপ্রকাশ হয়েছে ৷ তাতে ভরাডুবি হয়েছে আপ ৷ পদ্ম-ঝড়ে আপের ঝাড়ু একেবারে উড়ে গিয়েছে ! তবে কালকাজি বিধানসভা থেকে নিজের মান বাঁচিয়েছেন অতিশী মারলেনা ৷ রবিবার সকালে রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিলেন অতিশী।
জানা গিয়েছে, এদিন সকাল 11টার দিকে অতিশী তাঁর পদত্যাগপত্র জমা দেন। রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
উল্লেখ্য, কালকাজি বিধানসভা কেন্দ্রে আপ-বিজেপি-কংগ্রেস ত্রিমুখী লড়াইয়ে গেরুয়া প্রার্থী রমেশ বিধূড়ীকে 3 হাজার 521 ভোটে পরাজিত করেছেন আপ নেত্রী অতিশী ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.8 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রমেশ বিধূড়ী ৷
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে বাদ দিলে দিল্লির বেশ কিছু অংশে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷ রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, আগামী সপ্তাহেই দিল্লিতে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি।
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি শিবিরে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও মুখ্যমন্ত্রীর দৌড়ে প্রথমে নাম রয়েছে পরবেশ সিং ভার্মার ৷ তিনি নয়াদিল্লি বিধানসভা আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন ৷ তিনিও এদিন দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের সঙ্গে দেখা করেন। পাশাপাশি বিজওয়াসন বিধানসভা আসনের বিজেপির জয়ী প্রার্থী কৈলাস গেহলতও আজ রাজভবনে পৌঁছন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আমি এখানে কেবল উপরাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি।"