পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সম্পত্তির পরিমাণ 5 হাজার কোটি! গুন্টুরের টিডিপি প্রার্থী পিছনে ফেললেন বাকিদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: গুন্টুর লোকসভা কেন্দ্রের টিডিপি প্রার্থী পেমমাসানি চন্দ্রশেখর ৷ এনডিএ-র এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ চলতি লোকসভা নির্বাচনে লড়াই করা অন্যদের থেকে বেশি ৷ পেমমাসানির স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকা ৷

ETV BHARAT
গুন্টুর লোকসভা কেন্দ্রের টিডিপি প্রার্থী পেমমাসানি চন্দ্রশেখরের সম্পত্তি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:08 PM IST

গুন্টুর, 12 মে: গুন্টুর লোকসভা কেন্দ্রের এনডিএ জোট প্রার্থী তেলেগু দেশম পার্টির পেমমাসানি চন্দ্রশেখর ৷ তিনি বর্তমানে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ অনন্ত নির্বাচন কমিশনে পেশ করা হলফনামা তাই বলছে ৷ মনোনয়নের সঙ্গে পেশ করা পেমমাসানির হলফনামা অনুযায়ী, তাঁর এবং পরিবারের মিলিত সম্পত্তি 5 হাজার 705 কোটি টাকা ৷ আর সেই সঙ্গে ঋণের পরিমাণ 1 হাজার 38 কোটি টাকা ৷ তবে, পেমমাসানি চন্দ্রশেখরের এই সম্পত্তির কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বিশাল ব্যবসা ৷ সেই ব্যবসার ফলে উপার্জন করা সম্পদই এখন দেশের রাজনৈতিক মহলের আলোচনার বিষয় ৷

পেমমাসানি চন্দ্রশেখরের মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ব্যবসা রয়েছে ৷ প্রায় দু’দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন ৷ সেখানেই মেডিক্যাল পেশা সংক্রান্ত একটি অনলাইন ট্রেনিং কোর্সের ব্যবসা শুরু করেন ৷ সেটি পরবর্তী সময়ে খুবই সফল হয় ৷ সেখান থেকে পুঁজি বাড়িয়ে 'ইউ ওয়ার্ল্ড' নামে একটি কোম্পানি চালু করেন ৷ এই সংস্থা পরবর্তী সময়ে মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, উচ্চবিদ্যালয়, কলেজ, অ্যাকাউন্টস ও ফিন্যান্স এডুকেশন, আইন কলেজ ও ফার্মেসি এডুকেশনের ক্ষেত্রে বিশাল সাফল্য লাভ করে ৷ বর্তমানে পেমমাসানি চন্দ্রশেখর দেশে ফিরেছেন এবং টিডিপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়ছেন ৷

পেমমাসানি চন্দ্রশেখরের নামে মোট সম্পত্তি রয়েছে 2 হাজার 316 কোটি টাকার ৷ স্ত্রী শ্রী রত্নার নামে রয়েছে 2 হাজার 289 কোটি টাকার সম্পত্তি ৷ আর সন্তানদের নামে রয়েছে 992 কোটি টাকার স্থাবর সম্পত্তি ৷ যার মধ্যে চার-পাঁচটি বিদেশি গাড়িও রয়েছে ৷

পেমমাসানি চন্দ্রশেখরের স্থাবর-অস্থাবর সম্পত্তি

  • হাতে নগদ রয়েছে 2.06 লক্ষ টাকা ৷
  • একাধিক ব্যাংকে সঞ্চয় 5.97 কোটি টাকা ৷
  • পাবলিক ও প্রাইভেট সংস্থায় থাকা শেয়ারের দর আনুমানিক 2 হাজার 281 কোটি টাকা ৷
  • জীবন বীমা 12 কোটি ৷
  • অন্যান্যদের দেওয়া ব্যক্তিগত ঋণের পরিমাণ 6 কোটি 11 লক্ষ টাকা
  • 11.61 লক্ষ টাকার সোনা ৷
  • 6.11 কোটি টাকার দেশি ও বিদেশি গাড়ি রয়েছে পেমমাসানির নামে ৷
  • জমি, চাষের জমি ও বাড়ি মিলিয়ে 72 কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷
  • বাজারে পেমমাসানি চন্দ্রশেখরের ঋণের পরিমাণ 519 কোটি টাকা ৷

পেমমাসানি চন্দ্রশেখরের স্ত্রী শ্রী রত্নার স্থাবর-অস্থাবর সম্পত্তি

  • নগদের পরিমাণ 1 লক্ষ 51 হাজার 800 টাকা ৷
  • ব্যাংকে সঞ্চয় 5.90 কোটি টাকা
  • পাবলিক ও প্রাইভেট সংস্থায় থাকা শেয়ারের দর আনুমানিক 2 হাজার 281 কোটি টাকা ৷
  • জীবন বীমা 6.63 কোটি টাকা ৷
  • 1.84 কোটি টাকার সোনা ও রুপোর গয়না রয়েছে ৷
  • অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় পাওয়া পৈতৃক 5.53 একর চাষের জমি আছে শ্রী রত্নার নামে ৷ যার বাজারমূল্য 2.33 কোটি টাকা ৷
  • 32.48 কোটি টাকার জমি, বাড়ি ও চাষ-যোগ্য নয় এমন জমি রয়েছে ৷
  • শ্রী রত্নার 519 কোটি টাকা ঋণ রয়েছে ৷

পেমমাসানি চন্দ্রশেখর এবং শ্রী রত্নার ছেলে-মেয়ের নামে সম্পত্তি

  • ছেলে অভিনব পেমমাসানির নামে 495.50 কোটি টাকার স্থাবর সম্পত্তি
  • মেয়ে সহস্র পেমমাসানির নামে 495.50 কোটি টাকার স্থাবর সম্পত্তি ৷

আরও পড়ুন:

  1. বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
  2. আয়ের সঙ্গে বেড়েছে মামলার সংখ্যাও, পাঁচ বছরে কতটা 'শ্রীবৃদ্ধি' লকেটের?
  3. হু হু করে বেড়েছে সম্পত্তি, কোটিপতি সৌগত রায়ের বিষয়-আশয় একনজরে

ABOUT THE AUTHOR

...view details