পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের - BJP MLAs Suspended

15 BJP MLAs Suspended in Himachal: হিমাচল প্রদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে 15 জন বিজেপি বিধায়ককে বরখাস্ত করলেন বিধানসভার অধ্যক্ষ । মন্ত্রী বিক্রমাদিত্য সিং পদ থেকে ইস্তফা দিয়ে তীব্র নিশানা করেছেন কংগ্রেস সরকারকে ।

Himachal Pradesh
হিমাচল প্রদেশ

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 12:02 PM IST

Updated : Feb 28, 2024, 12:42 PM IST

সিমলা, 28 ফেব্রুয়ারি: রাজ্যপালের কাছে গিয়ে সকালেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজেপি ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ বাজেট অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর-সহ 15 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া ৷ পাশাপাশি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে সুখু সরকারকে তীব্র নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং।

তিনি বলেন, "আমরা সব পরিস্থিতিতে দলকে সমর্থন করেছি । গতকালও নানা ধরনের গুঞ্জন চললেও আমরা দলীয় হাইকমান্ডের সঙ্গেই ছিলাম। আমি লক্ষ্মণরেখা অতিক্রম করে এমন কোনও পদক্ষেপ নেব না, তবে এই মুহূর্তে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি । আমি আজ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব । আগামিদিনে যা সঠিক আমি তাতে সমর্থন করব এবং যা ভুল তার বিরোধিতা করব ।"

সাংবাদিক বৈঠকে বুধবার কেঁদে ফেলেন বিক্রমাদিত্য সিং ৷ তাঁর কথায়, "যে আমাকে দমন করার চেষ্টা করবে তাকে আমি বরদাস্ত করব না । প্রিয়াঙ্কা গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গেকেও এই পরিস্থিতির কথা জানানো হয়েছে। হাইকমান্ডকে জানিয়েছি। এখন বল হাইকমান্ডের কোর্টে । ভারাক্রান্ত হৃদয়ে আমি বলব, যাঁর নামে কংগ্রেস সরকার গঠিত হয়েছিল তাঁকে সকলে ভুলে গিয়েছে । যেই বীরভদ্র সিংয়ের নামে সরকার গঠিত হয়েছিল তাঁর মূর্তির জন্য সিমলার চূড়ায় কোনও জায়গা পাওয়া যায়নি । আমি পদের লোভী নই । বারবার বলার পরও বীরভদ্র সিংহের মূর্তি স্থাপন করা হয়নি, যার কারণে আমি আহত, এটা দুঃখজনক ।" উল্লেখ্য, প্রয়াত বীরভদ্র সিংয়েরই পুত্র পদত্যাগী বিক্রমাদিত্য ৷

হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচনের ফলের পর রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ৷ তারই মধ্যে আজ হিমাচল প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন চলছে। বুধবার অধিবেশনের শুরুতে তুমুল হট্টগোল হয়। এরপর অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া 15 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন । সাসপেন্ড করা বিধায়কদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর, বিপিন পারমার, বিনোদ কুমার, জনকরাজ, বলবীর ভার্মা, সুরেন্দ্র শৌরি, ইন্দর গান্ধি, হংসরাজ, লোকেন্দ্র কুমার, রণধীর শর্মা, রণবীর নিক্কা প্রমুখ ।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট বিভাজনের দাবি বিজেপি বিধায়কদের
  2. দুঁদে কংগ্রেস নেতার হারেই তুঙ্গে জল্পনা, হিমাচলে সরকার বাঁচানোর লড়াই!
  3. রাজ্যসভার ভোটে হিমাচল প্রদেশে ক্রস ভোটিংয়ের আশঙ্কা কংগ্রেসে, স্বস্তিতে নেই সুখবিন্দর সিং সুখু
Last Updated : Feb 28, 2024, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details