মহারাষ্ট্রের ফলাফল আমাদের 'এক হ্যায় তো সেফ হ্যায়' বক্তব্যের মর্মার্থ বুঝিয়েছে। মারাঠা ভূমের ফলাফলের প্রতিক্রিয়া মোদির ।
'এক হ্যায় তো সেফ হ্যায়'র পক্ষে সওয়াল করলেন মোদি, ঝাড়খণ্ডে বড় জয় হেমন্তদের - ASSEMBLY ELECTION 2024
Published : Nov 23, 2024, 8:14 AM IST
|Updated : Nov 23, 2024, 11:05 PM IST
মহারাষ্ট্রে 288 বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে 20 নভেম্বর এক দফায় ৷ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে লাগবে 145টি আসন ৷ সারা দেশের নজর এই মারাঠাভূমে বিধানসভার ফলাফলের দিকে ৷ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহাযুতি ও এমভিএ জোটের মধ্যে যে জোটই জয়ী হোক না কেন- তেমন উল্লেখযোগ্য ফারাক থাকবে না ৷ সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে কোন জোটের কাছেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ৷ ফলে ফের মহা-গোলমালের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এ রাজ্যে অবশ্য তা নতুন কোনও ঘটনা নয় ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনা ও বিজেপি'র জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল । কিন্তু তারপর অনেক জল গড়িয়েছে ৷
অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভায় 81 আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 42টি । 2019 বিধানসভা ভোটে প্রায় সাড়ে 35 শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডি'র ‘মহাগঠবন্ধন’ । মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷ ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে 81টি আসনের মধ্যে সাঁওতাল অধ্যুষিত 18টি আসনের অবদান উল্লেখযোগ্য ৷
মহারাষ্ট্র ও ঝড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি সারা দেশের নজর ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনের দিকে ৷ কারণ রাহুল গান্ধির ছেড়ে দেওয়া আসেনে কংগ্রেস প্রার্থী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যিনি প্রথমবার কোনও নির্বাচনে অংশ নিয়েছেন ৷ কংগ্রেস শিবির প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আশাবাদী।
LIVE FEED
মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' বার্তা
বিজেপি সদর দফতরে পৌঁছলেন মোদি
মহারাষ্ট্রে বড় জয় পেয়েছে এনডিএ । তাছাড়া দেশেকর বিভিন্ন প্রান্তে হওয়া উপনির্বাচনেও ভালো ফল হয়েছে বিজেপির । এরপরই জানা যায় দিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রে উন্নয়ন-সুশাসনের জয়: প্রধানমন্ত্রী
মহারাষ্ট্রে এনডিএ-র জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "উন্নয়নের জয় ৷ সুশাসনের জয় ৷ একজোট হয়ে থাকলে আমরা আর উন্নতি করব ৷ আমাদের পাশে থাকার জন্য মহারাষ্ট্রের ভাইবোনেদের ধন্যবাদ ৷ বিশেষ করে যুব ও মহিলারা আমাদের পক্ষে ভোট দিয়েছেন ৷ তাঁদের ধন্যবাদ ৷ "
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জটিলতা নেই: ফড়নবিশ
মহারাষ্ট্রের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনও জটিলতা নেই ৷ জোটের নেতাদের পাশে বসে এমনই দাবি করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তিনি জানান বিরোধীরা শুরু থেকে অপপ্রচার করে আসছিল ৷ বলছিল, শাসক শিবিরে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে টানাপোড়েন আছে ৷ কিন্তু সেই বক্তব্য ঠিক নয় ৷ তাঁর কথায়, "আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনও বিরোধ নেই ৷ তিনটি দলের নেতারা আলোচনা করে নেতার নাম ঠিক করে নেবেন ৷ "
জিতলেন হেমন্ত-কল্পনা
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জিতলেন জেএমএম প্রধান হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন ৷
ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠ জেএমএম
ঝাড়খণ্ডে একাই সংখ্যাগোরিষ্ঠ হল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা ৷ জয় এবং এগিয়ে থাকার নিরিখে 42টি আসন দখল করেছে হেমন্ত সোরেনের দল ৷
বঙাইগাঁও আসনে জিতল অসম গণ পরিষদ
অসমের বঙাইগাঁও আসনে জিতল বিজেপির শরিকদল অসম গণ পরিষদ ৷
ছত্তিশগড়ে বিজেপির দাপট
ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ বছর খানেক আগে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে কংগ্রেসের হাত থেকে রাজ্য ছিনিয়ে নেয় বিজেপি ৷ এবার এই রায়পুর দক্ষিণ কেন্দ্র থেকেও জিতলেন বিজেপি প্রার্থী ৷
রাজস্থানে বড় জয় বিজেপির
রাজস্থানে সাতটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ তাতে পাঁচটি আসনে জিতেছে বিজেপি ৷ কংগ্রেস এবং ভারত আদিবাসী পার্টি জিতেছে একটি করে আসনে ৷
জিতলেন আদিত্য ঠাকরে
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ মুম্বইয়ের অভিজাত ওরলি বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷
4 লাখেরও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কার
ওয়নাড় লোকসভা কেন্দ্র থেকে বিরাট জয় পেলন প্রিয়াঙ্কা গান্ধি ৷ দাদা রাহুলকে পিছেন ফেলে কেরলের এই কেন্দ্র থেকে 4 লাখেরও বেশি ভোটে জিতে প্রথমবার লোকসভার সদস্য হচ্ছেন প্রিয়াঙ্কা
সরকার কী পারে আমরা করে দেখিয়েছি, প্রতিক্রিয়া শিন্ডের
জয় কার্যত নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি বলেন, "আমরা দেখিয়েছি সরকার চাইলে কী করতে পারে ৷ কৃষক থেকে শুরু করে মহিলা-সকলের জন্য আমাদের সরকার কাজ করেছে ৷ গত আড়াই বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার চলেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই বারবার আমাদের রাজ্যে এসেছেন ৷ উন্নয়নের কাজে প্রচুর সাহায্য করেছেন ৷ আমরা সাবাই জানি মহারাষ্ট্র বড় রাজ্য ৷ এখানে এই বিপুল ভোটে জেতা আমাদের সকলের কাছেই একটা বিরাট উপলব্ধি ৷ বিধানসভার অধিবেশনেই আমি বলেছিলাম, আমাদের জোট 200-র বেশি আসন পাবে ৷ আর সেটাই হল ৷ আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করেছি ৷ দেবেন্দ্র ফড়নবিশ অজিত দাদা সবাই আমরা একসঙ্গে কাজ করেছি ৷ সবাইকে ধন্যবাদ ৷"
রাহুলকে ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা
এগিয়ে থাকার নিরিখে দাদা রাহুলকেও ছাপিয়ে গেলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে 3 লাখ 68 হাজার 319 ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা ৷
যোগী-স্মরণ ফড়নবিশের
ফলাফলে এগিয়ে থাকার মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সংলাপ স্মরণ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে যোগী বলেছিলেন, 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' ৷ রাজনৈতিক মহলের মতে হিন্দুদের এক থাকার বার্তা দিয়েছেন যোগী ৷ এবার যোগীকে স্মরণ করলেন ফড়নবিশ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'একসঙ্গে থাকলেই নিরাপদে থাকা যায় ৷ মোদি থাকলে সব সম্ভব'
অসমের বিজেপির বড় জয়
অসম বিধানসভার বিহালি কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসকে বড় ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থী ৷
শাহি ফোনালাপ
সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হতেই আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷
সরকার গড়ার প্রস্তুতি বিজেপির
ভোটে অনেকটাই এগিয়ে আছে মহাযুতি ৷ আর এখন থেকেই সরকার গড়ার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি ৷ একটি সূত্রে জানা গিয়েছে 25 তারিখ মানে সোমবার দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির ৷
উন্নয়নে আস্থা রেখেছে ঝাড়খণ্ড, প্রতিক্রিয়া কল্পনার
উন্নয়নে আস্থা রেখেছেন ঝাড়াখণ্ডের ভোটাররা ৷ নির্বাচনে ইন্ডিয়া শিবির এগিয়ে থাকাকালীন সংবাদসংস্থা এএনআইকে এমনই জানালেন হেমন্ত সোরনের স্ত্রী কল্পনা সোরেন ৷ পাশাপাশি তিনি জানান, সকলেই 23 নভেম্বরের দিকে তাকিয়ে ছিলেন ৷ এখন ফলাফল প্রকাশিত হচ্ছে ৷ তাঁর আশা আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফল পরিস্কার হয়ে যাবে ৷
অনুশক্তিনগরে এগিয়ে ফায়াদ
মহারাষ্ট্রের অনুশক্তিনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী তথা সপা প্রার্থী ফায়াদ আহমেদ ৷
রায়পুর দক্ষিণে এগিয়ে বিজেপি
অষ্টম রাউন্ডের গণনা শেষে ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ কংগ্রেস প্রার্থীর থেকে 14376 ভোটে এগিয়ে আছেন তিনি ৷
শিন্ডের বাসভবনে ফুল
ভোটে অনেকটা এগিয়ে থাকার খবর সামনে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে আসতে শুরু করেছে ফুল ৷ সকাল থেকেই বাড়ির আশপাশে ভিড় করেছেন শিন্ডে-সমর্থকরা ৷
আড়াই লাখে এগিয়ে প্রিয়াঙ্কা
সময় যত এগোচ্ছে ততই নিজের ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা ৷ আপাতত 2 লাখ 56 হাজার 346টি ভোটে এগিয়ে রাজীব-তনয়া ৷
ওরলিতে এগিয়ে আদিত্য, বারামতীতে অজিত
দক্ষিণ মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে আছেন উদ্বব ঠাকরের পুত্র আদিত্য় ঠাকরে ৷ পাশাপাশি নিজের কেন্দ্র বারামতীতে এগিয়ে অজিত পাওয়ার ৷ এগিয়ে রয়েছন শাসক শিবিরের বান্দ্রা পূর্ব কেন্দ্রের প্রার্থী জিশান সিদ্দিকী ৷
প্রিয়াঙ্কা এগিয়ে 1 লাখ 67 হাজার 539টি ভোটে
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধি মোট 1 লাখ 67 হাজার 539টি ভোটে এগিয়ে আছেন ৷ আরও 5 লাখ ভোট গোনা বাকি আছে বলে জানা গিয়েছে ৷
নির্বাচনে বেনিয়মে হয়েছে দাবি সঞ্জয়ের
উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের অভিযোগ নির্বাচনে দুর্নীতির আশ্রয় নিয়েছে বিজেপি ৷ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা এই ফল করেছে ৷ এটা মানুষের মতামতের প্রতিফলন হতেই পারে না ৷ আমাদের রাজ্যের মানুষ অসৎ নয় ৷ নির্বাচনে টাকার খেলা হয়েছে ৷ ভোটের ফল পুরো প্রকাশিত হওয়ার পর আমাদের যা করার সেটা করব ৷ পরে দেখা যেতে পারে শিন্ডের শিবসেনা পেয়েছে 60টি আসন ৷ অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে 40টি আসন ৷ আর বিজেপি পেয়েছে 125টি আসন ৷ তখন কী হয় সেটা দেখার ৷
কর্ণাটকে এগিয়ে কংগ্রেস
কর্ণাটকের তিনটি বিধানসভার উপনির্বাচনেই এগিয়ে কংগ্রেস ৷ কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পুত্র নিখিল কুমারস্বামীর বিপক্ষে প্রায় দু'হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সিপি যোগেশ্বর ৷
ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি
ছত্তিশগড় বিধানসভার উপনির্বাচনে এগিয়ে আছে বিজেপি ৷ চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রায় 5 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন বলে জানা গিয়েছে ৷
অসমে এগিয়ে এনডিএ
অসমে 5টি আসনেই এগিয়ে আছে এনডিএ ৷
মহারাষ্ট্রে অনেক এগিয়ে এনডিএ
এগিয়ে থাকার নিরিখে যাদুসংখ্যা ছাপিয়ে গেল মহাযুতি ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখন 171টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ শিবির ৷ বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী এগিয়ে রয়েছে 47টি আসনে ৷
ঝাড়খণ্ডে এগোচ্ছে ইন্ডিয়া
ঝাড়খণ্ডে রদবলের ইঙ্গিত? 29 আসনে এগিয়ে আছে ইন্ডিয়া শিবির৷ এর মধ্যে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এগিয়ে আছে 13টি আসনে ৷ কংগ্রেস এগিয়ে 9টি আসনে ৷ আরজেজি এগিয়ে 4টি আসনে ৷ সিপিআইএম (এল) এগিয়ে 3টি আসনে ৷ খানিকটা পিছিয়ে এনডিএ ৷
ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার
তৃতীয় রাউন্ডের গণনা চলাকালীন 57,144 ভোটে এগিয়ে যান প্রিয়াঙ্কা ৷ রাউন্ড শেষে দেখা যায় তিনি 83179 ভোটে এগিয়ে ৷
ওয়েনাড়ে প্রিয়াঙ্কা-ঝড়
দ্বিতীয় রাউন্ডের গণনা চলাকালীন 46 হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন প্রিয়াঙ্কা ৷
প্রথম রাউন্ডের শেষে মহারাষ্ট্রে এগিয়ে মহাযুতি
প্রথম রাউন্ডের শেষে মহাযুতি এগিয়ে 31টি আসেনে ৷ আর মহাবিকাশ আগাড়ী 18টি আসনে এগিয়ে ৷ ওরলি আসনে এগিয়ে আদিত্য ঠাকরে ৷ নাগপুর দক্ষিণে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ ৷ কোপরি-পাঁচপাকাডি আসনে এগিয়ে একনাথ শিন্ডে ৷ বারামতি আসনে এগিয়ে অজিত পাওয়ার ৷ সাকোলি আসনে পিছিয়ে নানা পাটোলে (রাজ্য কংগ্রেস সভাপতি)
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম রাউন্ড গণনার শেষে প্রিয়াঙ্কা 7011 ভোটে এগিয়ে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী (এলডিএফ) সত্যান মকেরিকে এবং বিজেপি প্রার্থী নব্যা হরিদাস ৷