গুয়াহাটি, 14 অগস্ট: তীব্র সমালোচনার মুখে মহিলা চিকিৎসদের জন্য জারি করা অ্যাডভাইসরি বাতিল করল অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ বুধবার মহিলা ডাক্তার এবং অন্যান্য কর্মীদের উদ্দেশে জারি করা সেই অ্যাডভাইসরি বাতিল করেছে তারা ৷
কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে সম্প্রতি এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর এসএমসিএইচ-এর প্রিন্সিপাল তথা মুখ্য সুপারিনটেনডেন্ট ভাস্কর গুপ্ত এই অ্যাডভাইসরি জারি করেছিলেন। রাতে বিচ্ছিন্ন জায়গায় একা যাওয়া এড়াতে বলা হয় সেই অ্যাডভাইসরিকে। যা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ সেই সমালোচনার মুখে পড়ে ভাস্কর গুপ্ত বলেন, "আগে জারি করা অ্যাডভাইসরি বাতিল করা হয়েছে ৷ এই বিষয়ে শীঘ্রই একটি নতুন অ্যাডভাইসরি জারি করা হবে ৷" হাসপাতালে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে অ্যাডভাইসরিটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
ভাস্কর গুপ্তা জানান, ক্যাম্পাসে মহিলা ডাক্তার, ছাত্র এবং সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা বাড়ানোর জন্য অ্যাডভাইসরি জারি করা হয়েছিল। সেই অ্যাডভাইসরিতে বলা হয়েছিল, মহিলা ডাক্তার, ছাত্র এবং কর্মচারীদের সাধারণত বিচ্ছিন্ন, অন্ধকার এবং অল্প জনবসতিপূর্ণ এলাকা এড়ানো উচিত ৷ কর্তৃপক্ষ তাদের রাতে হস্টেল বা লজিং রুম থেকে না বেরোতেও অনুরোধ করেছিল সেই অ্যাডভাইসরিতে ৷ যদি খুবই প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানিয়ে তবেই ছাত্রী বা মহিলারা যেতে পারবে বলেও জানানো হয়েছিল।
অ্যাডভাইসরিতে আরও বলা হয়, কর্তব্যরত অবস্থায় আশেপাশের বিষয়ে সতর্ক থাকা উচিত ৷ অসাধু লোকরা যাতে অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ না করতে পারে, তাও দেখতে হবে। যে কোনও সমস্যা বা অভিযোগ অবিলম্বে জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির চেয়ারম্যান বা সদস্যদের এবং অ্যান্টি-র্যাগিং, ডিসিপ্লিনারি প্যানেলের কাছে জানাতে হবে ৷ তাও অ্যাডভাইসরিতে বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা এই অ্যাডভাইসরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার দাবি জানায়। (পিটিআই)