গুয়াহাটি, 15 সেপ্টেম্বর: পরীক্ষা সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে অভিনব পদক্ষেপ অসম সরকারের ৷ রবিবার ছিল রাজ্যের একটি নিয়োগ পরীক্ষা ৷ যার জেরে সকাল 10 টা থেকে শুরু সাড়ে তিন ঘন্টার জন্য রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট এবং ওয়াই-ফাই পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ অসম নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্যই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে।
রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তেওয়ারির তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ সরকারি পরীক্ষা আয়োজন করতে এবং জননিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন কোনও আইনশৃঙ্খলা সমস্যা সৃষ্টি হয় তা প্রতিরোধের জন্যই এই পদক্ষেপ ৷" 2305টি কেন্দ্রে 11 লক্ষ 23 হাজার 204 জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তার মধ্যে 429 জনকে তাদের অবস্থান এবং অন্য বিষয়ের জেরে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, একটি অবাধ, ন্যায্য এবং স্বচ্ছ পদ্ধতি নিশ্চিত করার জন্য এবং অসামাজিক উপাদান বা সংগঠিত গোষ্ঠীগুলিকে বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ পরীক্ষার প্রক্রিয়াকে বিপাকে ফেলতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সরকার। রবিবার সকাল 10 টা থেকে দুপুর 1.30 পর্যন্ত মোবাইল ইন্টারনেট স্থগিত করার জন্য রাজ্য সরকার ভারতীয় টেলিগ্রাফ আইন, 1885-এর টেম্পোরারি সাসপেনশন অফ টেলিকম সার্ভিসেস (পাবলিক ইমার্জেন্সি বা পাবলিক সেফটি) রুল 2017-এর ধারা 5(2)-এর বিধানের অধীনে একটি নোটিশ জারি করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে স্থির টেলিফোন লাইনের উপর ভিত্তি করে ভয়েস কল এবং ব্রডব্যান্ড সংযোগ সক্রিয় থাকতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), 2023-এর ধারা 223 এবং ভারতীয় টেলিগ্রাফ আইন, 1885-এর ধারার অধীনে যে কোনও ধরনের লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে।
সুষ্ঠু পরীক্ষা পরিচালনার জন্য নেওয়া ব্যবস্থাগুলি:
প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে 100 মিটার দূরত্বে পুলিশ পরীক্ষা করবে।