গুয়াহাটি, 30 মার্চ: বেশ কিছুদিন ধরেই অসম সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ৷ কবে তা চালু হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে অসম সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচনের পরই চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি ৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে রাজ্য সরকার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করবে । শুক্রবার অসম বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে দলীয় বৈঠক হয় ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷
আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, "করিমগঞ্জ, নগাঁওতে ত্রিমুখী লড়াই দেখা যাবে ৷ তবে শেষ পর্যন্ত বিজেপিই জিতবে । 11টি আসনে বিজেপির কার্যত কোনও প্রতিদ্বন্দ্বীই নেই । নগাঁওতে কংগ্রেস-এআইইউডিএফ-বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে ।" এদিকে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার কথা উল্লেখ করে হিমন্ত কটাক্ষ ছুঁড়ে দেন ৷ তাঁর কথায়, ভূপেন বোরা যদি অসমের মুখ্যমন্ত্রী হতে চান, তাহলে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে ।
উল্লেখ্য, আগামী 6 এপ্রিল নির্বাচনী প্রচারে অসম যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানকার লখিমপুরে তিনি সভা করবেন ৷ ওই সভার প্রচারের খুঁটিনাটি বিষয় নির্ধারণ করতে শুক্রবার বৈঠক হয় ৷ তাছাড়া অসমের বিজেপির সঙ্গে জোটে যে দলগুলি রয়েছে, তাদের সঙ্গে প্রচারে সমন্বয় কিভাবে করা হবে, সেই বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে ৷
আরও পড়ুন:
- দেশে প্রথম উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
- লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও
- লোকসভার দামামা; উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড, অসমে নিষিদ্ধ বহুবিবাহ আইন