নয়াদিল্লি, 19 মে:আম আদমি পার্টিকে চূর্ণ করার জন্য 'অপারেশন ঝাড়ু' শুরু করেছে বিজেপি ৷ তারা আপের সব বড় নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা করেছে ৷ রবিবার বিজেপির সদর দফতরে অভিযান শুরুর আগে এভাবেই নরেন্দ্র মোদির দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে তাঁর আপ্ত সহায়ক বিভব কুমারের গ্রেফতারির প্রতিবাদে আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে অভিযান করছে আপ ৷ সেই অভিযান শুরুর আগে রাজধানীর ডিডিইউ মার্গে বিজেপিকে তুলোধোনা করেন কেজরিওয়াল ৷
এ দিন কেজরিওয়াল বলেন, "বিজেপি 'অপারেশন ঝাডু' শুরু করেছে যাতে আমরা বড় না হই এবং তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে না-যাই। 'অপারেশন ঝাডু'-এর মাধ্যমে আপের বড় নেতাদের গ্রেফতার করা হবে, এবং আগামী দিনে আপের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হবে ৷"
কেজরিওয়াল তাঁর ভাষণে আরও বলেন যে, 2024 সালের সাধারণ নির্বাচন শেষ হয়ে গেলে আপ নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ষড়যন্ত্র করছে বিজেপি । তাঁর কথায়, "ইডির আইনজীবী ইতিমধ্যে আদালতে এই বিবৃতি দিয়েছেন যে, নির্বাচনের পরেই আপের ব্যাংক অ্যাকাউন্টগুলি জব্দ করা হবে । তারা যদি এখন আমাদের অ্যাকাউন্ট জব্দ করে তবে আমরা সহানুভূতি পাব । নির্বাচনের পরে তারা আমাদের অ্যাকাউন্ট, আমাদের অফিস বাজেয়াপ্ত করবে এবং আমাদের রাস্তায় আনা হবে - এই 3টি পরিকল্পনা বিজেপির তৈরি ৷"
মুখ্যমন্ত্রী বলেন যে, তাঁর কাছ থেকে কোনও সোনা বা টাকা উদ্ধার করা হয়নি, এবং বিজেপি মিথ্যা মামলা তৈরি করে আপ নেতাদের গ্রেফতার করেছে । কেজরির কথায়, "আমি 2015 সালে ক্ষমতায় আসার পর থেকে, তারা (বিজেপি) কত অভিযোগ তুলেছে ? এখন তারা বলছে যে আবগারি নীতি কেলেঙ্কারি হয়েছে, মানুষ তাদের জিজ্ঞাসা করছে, কেলেঙ্কারি হয়েছে কি ? টাকা কোথায় ? অভিযান হয়, নোট এবং সোনা উদ্ধার হয়ে থাকে ৷ কিন্তু এখানে সব টাকা কোথায় ? তারা (বিজেপি) ভুয়ো মামলা করেছে ৷"