নয়াদিল্লি, 10 এপ্রিল:ইডির গ্রেফতারি অবৈধ নয়, জানিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংঘভি ৷ তাতে রাজি হয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷
এদিন তিনি বলেন, "আমি যত দ্রুত সম্ভব এই বিষয়টা খতিয়ে দেখছি ৷ দুশ্চিন্তা করবেন না ৷ সব মেলগুলি ভালোভাবেই দেখা হবে ৷" ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে আপিল করেছিলেন ৷ মঙ্গলবার এই গ্রেফতারিকে বৈধ বলে রায় দেয় আদালত এবং আবেদন খারিজ কর দেন বিচারপতি ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা গতকালই জানিয়েছিলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ৷ বুধবার সকালে সেই অনুযায়ী শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি জানাল আপ ৷
কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন সংবাদমাধ্য়মে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ গত 21 মার্চ দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় তাঁর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল ৷ মঙ্গলবার সেই মামলার রায়দানে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, "আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি আইন বিরোধী নয় ৷ তাঁর হাজতবাসকে বেআইনি বলা যায় না ৷"