ইটানগর, 21 মার্চ: মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ৷ বৃহস্পতকিবার ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বুধবার রাতে প্রথম ভূমিকম্প হয় ৷ এর দু‘ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়েছে ৷
প্রথম কম্পন অনুভূত হয় বুধবার রাত 1.49 মিনিটে ৷ ভূ-পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস ছিল ৷ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকা পর্যন্ত বিস্তৃত হয় কম্পন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.7 ৷ এর ঠিক দুঘণ্টার মধ্যে আবারও একবার ভূমিকম্পন অনুভূত হয় ৷ ভোর রাত 3টা 40 মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয় ৷ এটি পূর্ব কামেং এলকায় কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 3.4 ৷ বৃহস্পতিবার ন্যাশনাল সিসমোগ্রাফি সেন্টারের এক্স হ্যান্ডেলে টুইট করে দু’টি ভূমিকম্পের কথা জানানো হয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই তীব্রতা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷