পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশিক্ষণ দেওয়ার সময় ফ্যানে যান্ত্রিক ত্রুটি, মাঠে এসে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ; আহত 2 পাইলট - Army Helicopter Crash in Gaya

Army Helicopter Crash: প্রতিদিনের মতো মঙ্গলবারও হেলিকপ্টারে প্রশিক্ষণ চলছিল সেনাবাহিনীর ৷ কিন্তু হঠাৎ হেলিকপ্টারের ফ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা উঁচু থেকে মাঠে এসে পড়ে ৷ আহত হন দুই পাইলট ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 2:54 PM IST

সেনাবাহিনীর প্রশিক্ষণরত হেলিকপ্টার উড়ে এসে পড়ল মাঠে

গয়া, 5 মার্চ: প্রশিক্ষণ দেওয়ার সময় উড়ে মাঠে এসে পড়ল সেনবাহিনীর অ্যাকাডেমির হেলিকপ্টার ৷ এই মাইক্রোলাইট বিমানটি মঙ্গলবার সকালে গয়ার একটি মাঠে এসে পড়ে ৷ তারপরই তা দেখতে মাঠে ভিড় জমে যায় ৷ উড়োজাহাজটি পড়ে যাওয়ার পর, গ্রামবাসীরা কৌতূহলবশত এটিকে স্পর্শ করে দেখতে শুরু করে ৷ হেলিকপ্টারে থাকা পাইলট ও মহিলা সেনা কর্মকর্তাকে স্থানীয় লোকজনরা নিরাপদে উদ্ধার করেন । খবর পেয়ে অফিসার ট্রেনিং একাডেমির (ওটিএ) কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে এসে আহত দুই পাইলটকে চিকিৎসার জন্য নিয়ে যান ।

জানা গিয়েছে, গয়া জেলার বোধগয়ার বাগদহ-কাঞ্চনপুর গ্রামে সেনাবাহিনীর বিমানটি উড়ে এসে পড়ে । প্রশিক্ষণ চলাকালীন ফ্যানের প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে । এই প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে পুরুষ ও মহিলা পাইলট ছিলেন । ঘটনার পর দু'জনেই নিরাপদ বলে জানা গিয়েছে ৷ তবে আহত হয়েছেন তাঁরা ।

গয়া অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে সৈন্যদের বিমানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় । এই বিমানটি 400 ফুট উচ্চতা পর্যন্ত ওড়ে । মঙ্গলবারও এই বিমান নিয়ে এমন প্রশিক্ষণ চলছিল । এতে একজন মহিলা পাইলট ও একজন পুলিশ পাইলট ছিলেন । এদিকে হঠাৎ ফ্যানে কারিগরি ত্রুটি দেখা দিলে বিমানটি মাঠে পড়ে যায় ।

সেনাবাহিনীর বিমানটি মাঠে পড়ার পর বিকট শব্দ হয় ৷ তাতেই ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা ৷ সেনাবাহিনীর বিমানটি মাঠে পড়ে যাওয়ার পর বিমানে থাকা পুরুষ ও মহিলা পাইলটরা ওটিএ কর্মকর্তাদের খবর দেন । এরপর ওটিএ কর্মকর্তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আহত পাইলটদের চিকিৎসার জন্য নিয়ে যায় ।

উঁচু থেকে পড়ে যাওয়ায় বিমানটির বেশ কিছু ক্ষতি হয়েছে । স্থানীয় লোকজন এর একটি ভিডিয়োও করেছে । ওটিএ-র সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বিমানের ফ্যানে প্রযুক্তিগত ত্রুটি ছিল, তার ফলেই বিমানটি মাঠে পড়ে যায় । এর আগে 2022 সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল । এই গ্রামের কাছে সেনাবাহিনীর একটি বিমান পড়েছিল ।

আরও পড়ুন :

  1. 'হেলিকপ্টার গাড়িতে' চেপে বিয়ে করতে এলেন বর! ভিড় উৎসুক জনতার
  2. রানওয়েতেই ভেঙে পড়ল নৌ-সেনার হেলিকপ্টার 'চেতক', মৃত এক সেনা আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details