হায়দরাবাদ, 11 এপ্রিল: আপনার অজান্তেই আইফোনে হতে পারে মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ ৷ ভারত-সহ 91টি অন্যান্য দেশকে এ ব্যাপারে সতর্ক করল আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল ৷ আইফোনে থ্রেট নোটিফিকেশন পাঠিয়ে নতুনভাবে সতর্ক করা হল ডিভাইস ব্যবহারকারীদের ৷ অ্যাপলের তরফে বলা হয়েছে, আইফোনে ইজরায়েলি এনএসও গ্রুপের বিতর্কিত পেগাসাস ম্যালওয়্যার-সহ মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে । থ্রেট নোটিফিকেশনে লেখা রয়েছে, "সতর্কতা: অ্যাপল আপনার আইফোনে একটি টার্গেটেড মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ সনাক্ত করেছে ৷"
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "মারশিনারি স্পাইওয়্যার আপনার অ্যাপল আইডির সঙ্গে সম্পর্কিত আইফোনের তথ্য চুরি করার চেষ্টা করছে। আপনি কে বা আপনার পেশা কী, তা জানতে এই স্পাইওয়্যারটি সম্ভবত আপনাকে বিশেষভাবে টার্গেট করছে । যদিও এই ধরনের আক্রমণ কখন হবে নিখুঁতভাবে সেই সময় সনাক্ত করা কখনোই সম্ভব নয়, তবুও অ্যাপলের এই সতর্কতার কথা মাথায় রাখুন ৷ দয়া করে এটিকে গুরুত্ব সহকারে নিন ৷"
অ্যাপল বলেছে, লক্ষ লক্ষ ডলার খরচ করে স্বল্প সংখ্যক আউ ফোন ব্যবহারকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে ৷ পাবলিক রিপোর্টিং এবং গবেষণায় দেখা গিয়েছে যে মারশিনারি স্পাইওয়্যার আক্রমণগুলি আধুনিক কম্পিউটিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি হচ্ছে ৷ যেমন, আইওএস এবং সাফারির পাশাপাশি গুগল অ্যান্ড্রয়েড, গুগল ক্রম এবং মাইক্রোসফট উইন্ডোজ ৷ সেইসঙ্গে আইমেসেজ এবং হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন ধরনের মেসেজিং এবং ক্লাউড অ্যাপে । এই আক্রমণগুলিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ক্রমাগত বিকশিত হচ্ছে ৷