চেন্নাই, 25 ডিসেম্বর: যৌন নিগ্রহের শিকার তরুণী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ! গত 23 ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পাঠরতা ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ তাঁর প্রেমিককেও নাকি মারধর করা হয়েছে ৷ কলেজ ক্যাম্পাসে তাঁকে দু'জন ধাওয়া করে ৷
মঙ্গলবার নির্যাতিতা কোট্টুরপুরম থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি পুলিশকে ঘটনাটি খুলে বলেন ৷ চেন্নাই পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হাইওয়ে ল্যাবরেটরির পিছন দিকে একটি জায়গায় তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন ৷ তখন দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায় ৷
ছাত্রীর প্রেমিক পুলিশকে আরও জানিয়েছেন, তিনি ওই জায়গা থেকে পালিয়ে যান। সেই সুযোগে তাঁর প্রেমিকাকে হুমকি-ভয় দেখিয়ে সহবাসে বাধ্য করা হয় ৷ ওই ছাত্রী তাতে অস্বীকার করলে তাঁকে যৌন নিগ্রহ করে ওই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ৷ শুধু যৌন নিগ্রহই নয়, সেই সময়ের আপত্তিকর ছবি তুলেছে অভিযুক্তরা ৷ নির্যাতিতা যদি থানায় অভিযোগ দায়ের করেন তাহলে ওই ছবিগুলি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেখিয়েছে ৷ তাই নির্যাতিতা একদিন পর থানায় অভিযোগ দায়ের করেন ৷