পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিককে মারধর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ - ANNA UNIVERSITY SEXUAL ASSAULT

এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দুই অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৷

Student Sexually Abused in Anna University campus
ইঞ্জিনিয়ারিং পাঠরতা ছাত্রীর উপর যৌন নির্যাতন (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 4:22 PM IST

চেন্নাই, 25 ডিসেম্বর: যৌন নিগ্রহের শিকার তরুণী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ! গত 23 ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পাঠরতা ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ তাঁর প্রেমিককেও নাকি মারধর করা হয়েছে ৷ কলেজ ক্যাম্পাসে তাঁকে দু'জন ধাওয়া করে ৷

মঙ্গলবার নির্যাতিতা কোট্টুরপুরম থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি পুলিশকে ঘটনাটি খুলে বলেন ৷ চেন্নাই পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হাইওয়ে ল্যাবরেটরির পিছন দিকে একটি জায়গায় তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন ৷ তখন দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায় ৷

ছাত্রীর প্রেমিক পুলিশকে আরও জানিয়েছেন, তিনি ওই জায়গা থেকে পালিয়ে যান। সেই সুযোগে তাঁর প্রেমিকাকে হুমকি-ভয় দেখিয়ে সহবাসে বাধ্য করা হয় ৷ ওই ছাত্রী তাতে অস্বীকার করলে তাঁকে যৌন নিগ্রহ করে ওই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ৷ শুধু যৌন নিগ্রহই নয়, সেই সময়ের আপত্তিকর ছবি তুলেছে অভিযুক্তরা ৷ নির্যাতিতা যদি থানায় অভিযোগ দায়ের করেন তাহলে ওই ছবিগুলি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেখিয়েছে ৷ তাই নির্যাতিতা একদিন পর থানায় অভিযোগ দায়ের করেন ৷

পুলিশের কাছে অভিযোগ জানানোর আগে এই ঘটনার তদন্ত করে আন্না বিশ্ববিদ্যালয়ের প্রটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি । এমনটাই জানিয়েছে চেন্নাই পুলিশ ৷ কোট্টুরপুরম থানায় বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, বিশ্ববিদ্যালয়ের উচ্চাধিকারিকরা ঘটনার তদন্ত করছেন ৷

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ স্থানীয় এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কোট্টুরপুরম-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভারতী রাজন জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে ৷ অভিযুক্তদের গ্রেফতার করতে চারটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷

এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা এদাপ্পাদি পালানিস্বামী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আন্না বিশ্ববিদ্যালয় রাজধানীর একেবার কেন্দ্রে অবস্থিত ৷ তামিলনাড়ুর মর্যাদার অন্যতম প্রতীকও বটে এই শিক্ষা প্রতিষ্ঠান ৷ আর সেই ক্যাম্পাসে এমন নৃশংস ঘটনা অত্যন্ত লজ্জার বলে তিনি মনে করেন ৷

ABOUT THE AUTHOR

...view details