পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভীমসেনা প্রধানকে 'টুকরো করে কাটার' হুমকি ! বিষ্ণোইয়ের ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু - ANMOL BISHNOI

জেলে বন্দি দাদা লরেন্স বিষ্ণোই ৷ বিদেশে গা ঢাকা দিয়েছেন ভাই আনমোল বিষ্ণোই ৷ সেখানে বসে ভীমসেনা প্রধানকে প্রাণে মারার হুমকি ৷

ANMOL BISHNOI
বিষ্ণোইয়ের ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 10:18 AM IST

Updated : Nov 4, 2024, 10:43 AM IST

গুরুগ্রাম, 4 নভেম্বর: ভীমসেনা প্রধান সতপাল তানওয়ারকে প্রাণে মারার হুমকি ৷ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের মামলা রুজু করল গুরুগ্রাম পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, জিম্বাবোয়ে ও কেনিয়ার নম্বর ব্যবহার করে মার্কিন মুলুকে বসে ভীমসেনা প্রধানকে হুমকি দিয়েছেন তিনি ৷ সেই হুমকি ফোন পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হন সতপাল তানওয়ার ৷ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এক শীর্ষ পুলিশ কর্তা জানান, গত 30 অক্টোবর সতপাল তানওয়ারকে একাধিকবার ফোন করেন আনমোল বিষ্ণোই ৷ ভীমসেনা প্রধানকে 'টুকরো করে কেটে' দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ৷ ফোনগুলি প্রতিবার সতপালের সচিব রিসিভ করেন ৷ মোট 6 মিনিট 41 সেকেন্ড কথা হয় দু'জনে মধ্যে ৷ প্রতিবারই নৃশংসভাবে সতপালকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন আনমোল ৷ এমনটাই অভিযোগ ৷

গুজরাতের জেলে বন্দি লরেন্স বিষ্ণোই ৷ এদিকে, এই মুহূর্তে ভারতের বাইরে রয়েছেন তাঁর ছোট ভাই আনমোল ৷ দাদার মতো তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ আমেরিকা বা কানাডার কোথাও তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ হুমকির অভিযোগ পাওয়া মাত্রই আনমোলের বিরুদ্ধে সেক্টর 37 থানায় মামলা রুজু করা হয় ৷ আনমোলকে দেশে ফেরানোরও তোড়জোর শুরু হয় ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এসটিএফ-র সদস্যদের নিয়ে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তদল গঠন করেছে হরিয়ানা পুলিশ ৷ পাশাপাশি, আনমোলের মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আনমোলের সম্পর্কে তথ্য দিতে পারলে এই পুরস্কারমূল্য তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছে এনআইএ ।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার মামলায় নাম জড়ায় আনমোল বিষ্ণোইর ৷ ঘটনায় ধৃতদের দাবি, মার্কিন মুলুকে বসে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন লরেন্সের এই ভাই ৷ সেই ঘটনায় তাঁকে গ্রেফতারের জন্য উঠেপড়ে লেগেছে এনআইএ ৷

পড়ুন:প্রাণে মেরে ফেলতে চায় লরেন্সরা, দাবি সাংসদ পাপ্পু যাদবের
Last Updated : Nov 4, 2024, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details