পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিরুপতির লাড্ডুতে গরু-শুয়োরের চর্বি ! মন্দিরের 'পবিত্রতা' পুনরুদ্ধারে শুরু শুদ্ধিকরণ প্রক্রিয়া - Tirupati Laddu Row - TIRUPATI LADDU ROW

Animal fat in Tirupati Laddu Prasadam: শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি পাওয়া গিয়েছে ৷ ল্যাব রিপোর্ট হাতে পেতেই মন্দির শুদ্ধিকরণের কাজ শুরু করে দিয়েছে টিডিপি সরকার ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সাফ জানিয়েছেন, মন্দিরের পবিত্রতা রক্ষায় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ৷

Tirupati Laddu Row
তিরুমালায় শুরু শুদ্ধিকরণ প্রক্রিয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 11:05 AM IST

Updated : Sep 20, 2024, 12:23 PM IST

অমরাবতি, 20 সেপ্টেম্বর:তিরুমালাকে অপবিত্র করে দিয়েছে ওয়াইএসআরসিপি সরকার ৷ তবে মন্দির শুদ্ধিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদী লাড্ডুতে পশু চর্বির নমুনা পাওয়ার পর এমনটাই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর কথায়, "আমরা কোনও রকমের বেনিয়ম সহ্য করব না ৷ মন্দিরের পবিত্রতা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য ৷"

এদিকে, এই ঘটনায় অন্ধ্র সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রল্হাদ জোশী ৷ অন্যদিকে, ল্যাব রিপোর্ট আসার পর তীব্র নিন্দা করেছেন তেলেগু অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণ ৷ টিটিডি-কে আক্রমণ করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেন তিনি ৷

চন্দ্রবাবু জানান, শ্রী ভেঙ্কাটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদের গুণমান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে তাঁর সরকার ৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, "শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী হিন্দুদের কাছে অন্যতম পূজনীয় দেবতা ৷ আর সেই ভগবানের বাসস্থানকে অপবিত্র করেছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি ৷"

তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরিতে গরুর চর্বি ব্যবহারের অভিযোগ তোলেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো ৷ এরপর বৃহস্পতিবার রাতে সেই লাড্ডুর নমুনা পরীক্ষার জন্য গুজরাতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডে পাঠায় তিরুমালা তিরুপতি দেবস্থানম ৷ পরীক্ষার ফলে চন্দ্রবাবু নাইডুর অভিযোগ প্রমাণিত হয়ে যায় ৷ তবে বর্তমানে ভক্তদের পরিবেশিত সমস্ত খাবারের কঠোর পরীক্ষা এবং তদারকি করছে নতুন প্রশাসন ৷

এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ জানান, ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় একাধিক দুর্নীতি হয়েছে রাজ্যে ৷ সেই সমস্ত দুর্নীতির একটি অংশ হল, তিরুমালার প্রসাদ তৈরিতে ভেজাল ঘি-এর ব্যবহার ৷ তবে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর একজন নতুন বির্বাহী কর্তাকে(ইও) নিযুক্ত করা হয়েছে ৷ পূর্বের বেনিয়মগুলির যাতে পুনারাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই ইও-কে ৷ লোকেশ আরও জানান, মন্দিরে প্রবেশের আগে এখন ঘি, চাল ও শাকসবজি সবকিছু পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি, ভক্তদের পরিবেশিত সমস্ত খাবারের মান নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷

উল্লেখ্য, তিরুপতির প্রসাদী লাড্ডু শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে দেওয়া হয়, যেটি তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) দ্বারা পরিচালিত হয় । চন্দ্রবাবু নাইডুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি ৷ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভক্তদের বিশ্বাসের কথা মাথায় রেখে দেবতার সামনে পরিবারের সঙ্গে তিনি এই বিষয়ে শপথ নেবেন ৷ চন্দ্রবাবু নাইডুও তা করতে পারবেন কি ? সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি ।

Last Updated : Sep 20, 2024, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details