তিরুপতি, 27 সেপ্টেম্বর:তিরুপতি বালাজির প্রসাদী লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানো হয়েছে ৷ সম্প্রতি এই অভিযোগে তোলপাড় দেশ তথা অন্ধ্রপ্রদেশের রাজনীতি ৷ এবার সেই ঘটনায় তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ 9 সদস্যের এই দলের নেতৃত্ব করবেন গুন্টুর রেঞ্জের আইজি সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী ৷
সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী ছাড়াও বিশেষ তদন্তকারী এই দলে রয়েছেন বিশাখা রেঞ্জের ডিআইজি গোপিনাথ জেট্টি, ওএসআর জেলার এসপি হর্ষবর্ধন রাজু, তিরুপতির অতিরিক্ত এসপি ভেঙ্কট রাও, ডিএসপি জি সীতারমা রাও, শিবনারায়ন স্বামী, আন্নামাইয়া জেলার এসবি ইন্সপেক্টর টি সত্যনারায়ণ, এমটিআর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর কে উমামহেশ্বর এবং চিত্তা জেলার কালুরের ইন্সপেক্টর এম সূর্যলারায়ন ৷ তদন্তের জন্য খুব শীঘ্রই মন্দিরের দায়িত্বে থাকা সমস্ত সরকারি দফতরের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবেন তাঁরা বলে জানা গিয়েছে ৷