নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর:সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বুধবার তিনি বলেন, লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য ফের প্রকাশ্যে এনে দিল কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখ । এদিন অমিত শাহ হুংকারের সুরে বলেছেন, যতদিন বিজেপি থাকবে, কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না বা কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানতে পারবে না ।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে রাহুল গান্ধি বলেছেন, ভারত যখন একটি ন্যায্য স্থান হয়ে উঠবে, তখনই এখানে সংরক্ষণ বাতিল করার কথা ভাববে কংগ্রেস ৷ তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানান তিনি ৷ তাঁর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী শক্তির পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা রাহুল গান্ধি এবং কংগ্রেস দলের অভ্যাসে পরিণত হয়েছে ।"