পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'দিল্লিবাসীর অর্থে শিশমহল বানিয়েছেন', কেজরিওয়ালকে 'শাহি' খোঁচা - AMIT SHAH

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দিল্লির বাসিন্দাদের অর্থ ব্যবহার করে শিশমহল নির্মাণ করেছেন কেজরিওয়াল ৷ আগামিদিনে রাজ্যের সাধারণ মানুষকে তাঁকে হিসেব দিতে হবে বলেও মত শাহের ৷

UHM AMIT SHAH
অমিত শাহ (এক্স হ্যান্ডেল)

By ANI

Published : Jan 4, 2025, 4:16 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ! 'শিশমহল' বিতর্কে বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজধানীর রাজনীতি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, দিল্লিবাসীর অর্থে কাচের বাড়ি (শিশমহল) বানিয়েছেন আম আদমি পার্টি (আপ)-এর আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

কেজরিওয়ালকে আক্রমণ করে অমিত শাহ বলেন, "কয়েকটি শিশু আমার সঙ্গে দেখা করতে এসেছিল ৷ আমি তাদের ডিজ্ঞেস করি দিল্লির জন্য অরবিন্দ কেজরিওয়াল কী করেছেন ! উত্তরে তারা আমাকে বলে নিজের জন্য একটি বড় কাচের বাড়ি (শিশমহল) নির্মাণ করেছেন কেজরিওয়াল ৷"

নাম না-করে আপ সুপ্রিমোকে কটাক্ষ করে শাহ আরও বলেন, "রাজনীতিতে পা রাখার পর তিনি বলেছিলেন সরকারি বাড়ি ও সরকারি গাড়ি ব্যবহার করবেন না ৷ অথচ, বর্তমানে সেই দিল্লিবাসীর অর্থে নিজের জন্য শিশমহল তৈরি করেছেন ! দিল্লির বাসিন্দাদের কাছে এবার তাঁকে এই আচরণের হিসেব দিতে হবে ৷"

উল্লেখ্য, চাকরিজীবী মহিলাদের জন্য একটি হস্টেল নির্মাণ করা হয়েছে ৷ শনিবার দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের নামে তৈরি এই হস্টেল (সুষমা ভবন)-এর উদ্বোধন করেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ সেই অনুষ্ঠানে এসে আপ সুপ্রিমোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী ৷ তিনি বলেন, "দিল্লিবাসীর অর্থে 45 কোটি টাকা দিয়ে জমি কিনে তাতে নিজের জন্য মহল তৈরি করেছেন কেজরিওয়াল ৷"

প্রসঙ্গত, একদিন আগে শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে আপ আহ্বায়ককে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আম আদমি পার্টিকে 'আপদ' বলেও উল্লেখ করে তিনি বলেন, "গত 10 বছর ধরে দিল্লি একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ আন্না হাজারেজির নাম করে কয়েকজন চৃড়ান্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দিল্লিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে ৷ আপ 'বিপদ' হয়ে দিল্লিতে নেমে এসেছে ৷ আর তাই দিল্লির মানুষ এই বিপর্যয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷"

এরপরই তিনি বলেন, "আমি নিজের জন্য একটা কাচের মহল (শিশমহল) বানাতেই পারতাম ৷ কিন্তু আমার একমাত্র স্বপ্ন, দেশবাসী থাকার জন্য ঠিকঠাক ঘর পাক ৷ এরা (আপের নেতা-সমর্থকরা) দুর্নীতি করে তারপর সেটাকে গৌরবের কাজ বলে রটিয়ে বেড়ায় ৷" শনিবার প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলালেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

পড়ুন:আপই আপদ! চৃড়ান্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দিল্লিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে; কটাক্ষ মোদির

ABOUT THE AUTHOR

...view details