নয়াদিল্লি, 25 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি দু’সপ্তাহেরও কম সময় ৷ তার আগে শনিবার সম্পূর্ণ ইস্তাহার প্রকাশ করল বিজেপি । তৃতীয় দফার সংকল্প পত্রে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা, গিগ শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প, দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দিল কেন্দ্রের ক্ষমতাসীন দল।
দলীয় সদর দফতরে তৃতীয় দফার সংকল্প পত্রের প্রকাশের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী ব্যক্তি আমরা দেখিনি । মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকদের তাড়ানো রাজধানীর সবচেয়ে বড় নির্বাচনী বিষয় ।’’
17 জানুয়ারী বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সংকল্প পত্রের প্রথম অংশ প্রকাশ করেছিলেন । এরপর 21 জানুয়ারি, সংকল্প পত্রের দ্বিতীয় অংশটি প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, সেখানেও একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি । শনিবার অমিত শাহ তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কার করার, 1700টি অননুমোদিত কলোনিতে সম্পূর্ণ মালিকানার অধিকার প্রদান এবং গিগ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ।
কী কী রয়েছে বিজেপির ইস্তাহারে ?
বিজেপির ইস্তাহারে জাতীয় সাধারণ গতিশীলতা কার্ড প্রকল্পের অধীনে দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4000 টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।