নয়াদিল্লি, 22 জুন:নিট এবং নেট পরীক্ষায় চরম দুর্নীতি ৷ বাতিল একের পর এক পরীক্ষা ৷ তুঙ্গে বিতর্ক ৷ এই আবহে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ দেশের বিভিন্ন প্রতিযোগীতায় প্রশ্নফাঁস রুখতে দ্য পাবলিক এগজামিনেশনস (প্রিভেনসন অফ আনফেয়ার মিনস্) অ্যাক্ট 2024 আইন লাগু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ শুক্রবার থেকেই এই নতুন আইন কার্যকর করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ব্যক্তি, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের তরফে ৷
দেশের বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো দুর্নীতি রুখতে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন চলাকালীন সংসদের দুই কক্ষে এই আইন পাশ হয় ৷ গত 13 ফেব্রুয়ারি সবুজ সংকেত মেলে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুরও ৷ এই আইন অনুযায়ী, প্রশ্নফাঁস বা উত্তরপত্রে বেনিয়মের কারণে কোনও ব্যক্তি ধরা পড়লে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে ৷ সেইসঙ্গে সংশ্লিষ্ট দোষী প্রমাণিত হলে কমপক্ষে 3 বছর জেলের সাজা পাবেন তিনি ৷ সর্বাধিক সেই সাজার মেয়াদ হতে পারে 5 বছর পর্যন্ত ৷ দিতে হবে 10 লক্ষ টাকা জরিমানাও ৷ সেইসঙ্গে, পরীক্ষা আয়োজক সংস্থার তরফে কোনও উচ্চপদস্থ ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার কমপক্ষে 5 বছর এবং সর্বাধিক 10 বছরের জেল হতে পারে ৷ সেইসঙ্গে 1 কোটি টাকা জরিমানাও দিতে হবে তাকে ৷