পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বিমান, আহত 2 পাইলট - Guna Aircraft Crash

Guna Aircraft Crash: মধ্যপ্রদেশে মেরামত করার পর পরীক্ষা চলাকালীন একটি 2 সিটার বিমান ভেঙে পড়ল । বিমানটি গুনার শা শিব ফ্লাইং অ্যাকাডেমিতে অবতরণের কথা ছিল ৷ কিন্তু বিমানটি এয়ার স্ট্রিপের ঠিক আগে ভেঙে পড়ে । বিমানে থাকা দুই পাইলটই আহত হয়েছেন ।

Guna Aircraft Crash
মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বিমান (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 9:15 PM IST

Updated : Aug 11, 2024, 9:21 PM IST

গুনা(মধ্যপ্রদেশ), 11 অগস্ট: ফের ভেঙে পড়ল বিমান ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের গুনা ৷ বিমানে উপস্থিত 2 পাইলটই আহত হয়েছেন । তাঁদেরকে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । একজন পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার বিমানের পরীক্ষা করার সময় গুনার শা শিব ফ্লাইং অ্যাকাডেমির আকাশপথের খুব কাছে এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে আসেন পুলিশ আধিকারিকরা। ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । সঠিক কারণ জানতে তদন্তে চলছে ৷

জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা বেজে 10 মিনিট ৷ ঠিক সে সময় বিমনাটি ভেঙে পড়ে । কর্ণাটকের সংস্থা ওয়েলগাবিয়া এভিয়েশন গুনার শা শিব ফ্লাইং অ্যাকাডেমিতে পরিষেবা দেওয়ার জন্য 3টি বিমান পাঠিয়েছিল । সার্ভিসিংয়ের পর বিমানটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল । বিমানটি দুপুর সাড়ে 12টায় শা শিব অ্যাকাডেমি থেকে টেক অফ করে । দুপুর 1টা 10 মিনিটে ফিরে আসারা কথা ছিল । এই দুই আসনের বিমানটি ক্যাপ্টেন বিজয় চন্দ্র ঠাকুর এবং তাঁর সহযোগী পাইলট ওড়াচ্ছিলেন। ফেরার সময় বিমানটি এয়ারস্ট্রিপে পৌঁছনোর আগেই অ্যাকাডেমির ক্যাম্পাসে ভেঙে পড়ে ।

আহত পাইলটদের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি । এর আগে অসামরিক বিমান পরিবহণ দফতরের মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য । কংগ্রেসে থাকার সময় মধ্যপ্রদেের গুণা আসন থেকেই লোকসভায় নির্বাচিত হতেন।

এই দুর্ঘটনায় দুই পাইলটই গুরুতরভাবে আহত হন । বিমানটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । দুর্ঘটনার খবর পেয়ে গুনা ক্যান্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ দুই পাইলটকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । হাসপাতাল থেকে ক্যাপ্টেন বিজয় চন্দ্র ঠাকুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। বিমানে উপস্থিত দুই পাইলটই হায়দরাবাদের বাসিন্দা।

Last Updated : Aug 11, 2024, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details