পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টিকে খুন করেছে তাঁর প্রেমিক, দাবি কাকার

এয়ার ইন্ডিয়ার বিমানচালক সৃষ্টি তুলির রহস্যমৃত্যু ৷ প্ররোচনার অভিযোগে তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Air India Pilot Srishti Tuli was killed, claims her uncle
এয়ার ইন্ডিয়ার বিমানচালক সৃষ্টি তুলিকে খুন করা হয়েছে, দাবি পরিবারের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

গোরখপুর, 28 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি তুলিকে খুন করা হয়েছে, অভিযাগ তুলেছে পরিবার ৷ সোমবার ভোরে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে তরুণী পাইলটের (25) দেহ উদ্ধার হয় ৷ সৃষ্টি নিজেই এই চরম পন্থা বেছে নিয়েছিলেন, এই তত্ত্ব মানতে রাজি নন তাঁর কাকা বিবেক তুলি ৷

এই ঘটনায় তিনি সৃষ্টির প্রেমিক আদিত্য পণ্ডিতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাঁর দাবি, সে সৃষ্টিকে খুন করেছে ৷ বিমানচালকদের মনের জোর অনেক বেশি হয়, সৃষ্টিরও তাই ছিল ৷ তিনি এমন কাজ করতেই পারেন না, দৃঢ় বিশ্বাস তরুণী বিমানচালকের কাকার ৷

বৃহস্পতিবার সৃষ্টির কাকা বলেন, "ও খুব শক্ত মনের মেয়ে ছিল ৷ বিমানচালকের প্রশিক্ষণের সময় মনেরও প্রশিক্ষণ হয় ৷ এই ধরনের একটা মেয়ে কখনও আত্মহত্যা করতে পারে না ৷" তিনি জানিয়েছেন, সৃষ্টির দেহ খুঁজে পাওয়ার আগে তাঁর সঙ্গে আদিত্য পণ্ডিত এবং আরেকটি মেয়েও ছিল ৷ এই প্রসঙ্গে বিবেক তুলি বলেন, "ওরা দু'জনে কথা বলছিল ৷ এরপর সৃষ্টি ওর ফ্ল্যাটে চলে যায় ৷ আমি তো অবাক হয়ে গিয়েছি, পরবর্তী 15-20 মিনিটে এমন কী হল যে সৃষ্টিকে আত্মহত্যা করতে হল ? সবই তো দিব্য চলছিল ৷ ওর প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেফতার করা হয়েছে ৷ ওকে ঠিক করে জেরা করা উচিত ৷"

সৃষ্টির কাকা ভাইঝির শৈশব নিয়ে জানান, সৃষ্টি ছোটবেলা থেকেই বিমানচালক হতে চেয়েছিলেন ৷ তাঁর সেই স্বপ্নও পূরণ হয়েছিল ৷ তাঁদের পরিবার সেনার পরিবার ৷ তাঁর দাদু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন ৷ 1971 সালে ভারত-পাক যুদ্ধে তিনি নিজের জীবন উৎসর্গ করেন ৷ এই পরিবারের মেয়ে সৃষ্টি মাত্র 23 বছর বয়সে বিমানচালক হন ৷ গোরখপুরের প্রথম মহিলা পাইলট সৃষ্টি তুলি ৷ তাঁকে সংবর্ধনা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আদিত্য যোগী ৷

কাজের প্রয়োজনে গত বছরের জুন মাস থেকে উত্তরপ্রদেশের বাড়ি ছেড়ে মুম্বইয়ের আন্ধেরির মারোল এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন সৃষ্টি ৷ দিল্লিতে বাণিজ্যিক বিমানচালকের প্রশিক্ষণ সংক্রান্ত একটি কোর্স করতে গিয়ে আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ হয় সৃষ্টির ৷ দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ আদিত্যও বিমানচালক হতে চায় ৷ তার প্রস্তুতিও নিচ্ছে, জানালেন কাকা বিবেক ৷

তিনি বলেন, "আদিত্যকে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে ৷ ও নিজেও বিমানচালক হওয়ার চেষ্টা করছে ৷ ও সৃষ্টিকে ব্ল্যাকমেল করত ৷ ওর সঙ্গে খারাপ ব্যবহার করত ৷ হামেশাই রেগে যেত এবং এটাই আদিত্যর স্বভাব ৷ রাস্তাঘাটে সবার সামনে সৃষ্টির উপর চেঁচিয়ে উঠত ৷"

খাওয়াদাওয়া আচারের মতো বিষয়গুলি নিয়ে আদিত্য নিজের মত সৃষ্টির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাত, অভিযোগ বিবেক তুলির ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সৃষ্টি আমিষ খেতেন ৷ বিবেক বলেন, "পণ্ডিত সৃষ্টিকে ওর খাবারদাবারের অভ্যাস বদলানোর জন্য চাপ দিত ৷ প্রায়শ হেনস্তা করত, জনসমক্ষে অপমান করত ৷"

সংবাদসংস্থা পিটিআই পোওয়াই পুলিশ স্টেশনের উক্তি উদ্ধৃত করে জানিয়েছে, আদিত্য পণ্ডিত গাড়িতে দিল্লি যাচ্ছিল ৷ গাড়ি চালানোর সময় সৃষ্টি তাঁকে ফোন করে জানান, তিনি নিজের জীবন শেষ করে দেবেন ৷ পুলিশ আধিকারিক জানান, এরপর আদিত্য পণ্ডিত দ্রুত মুম্বইয়ে ফিরে আসে ৷ সে সৃষ্টির ফ্ল্যাটে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ ৷ এরপর দরজা খুলে দেখা যায় সৃষ্টি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ৷ আদিত্য তাঁকে মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা সৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই ঘটনার পর তুলির কাকা পুলিশের কাছে আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ অভিযোগ, আদিত্য প্রায়ই সৃষ্টিকে হেনস্তা করত ৷ প্রকাশ্যে জনসমক্ষে তাঁকে অপমান করত ৷ তাঁর খাদ্যাভ্যাস পাল্টানোর জন্য চাপ দিত, জানিয়েছে পুলিশ আধিকারিক ৷

এরপর কাকার অভিযোগের ভিত্তিতে আদিত্যকে গ্রেফতার করে পোওয়াই থানা ৷ তাকে 4 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 108 নম্বর ধারার আওতায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে ৷ সৃষ্টির ফোনটি বাজেয়াপ্ত করে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details