গোরখপুর, 28 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি তুলিকে খুন করা হয়েছে, অভিযাগ তুলেছে পরিবার ৷ সোমবার ভোরে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে তরুণী পাইলটের (25) দেহ উদ্ধার হয় ৷ সৃষ্টি নিজেই এই চরম পন্থা বেছে নিয়েছিলেন, এই তত্ত্ব মানতে রাজি নন তাঁর কাকা বিবেক তুলি ৷
এই ঘটনায় তিনি সৃষ্টির প্রেমিক আদিত্য পণ্ডিতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাঁর দাবি, সে সৃষ্টিকে খুন করেছে ৷ বিমানচালকদের মনের জোর অনেক বেশি হয়, সৃষ্টিরও তাই ছিল ৷ তিনি এমন কাজ করতেই পারেন না, দৃঢ় বিশ্বাস তরুণী বিমানচালকের কাকার ৷
বৃহস্পতিবার সৃষ্টির কাকা বলেন, "ও খুব শক্ত মনের মেয়ে ছিল ৷ বিমানচালকের প্রশিক্ষণের সময় মনেরও প্রশিক্ষণ হয় ৷ এই ধরনের একটা মেয়ে কখনও আত্মহত্যা করতে পারে না ৷" তিনি জানিয়েছেন, সৃষ্টির দেহ খুঁজে পাওয়ার আগে তাঁর সঙ্গে আদিত্য পণ্ডিত এবং আরেকটি মেয়েও ছিল ৷ এই প্রসঙ্গে বিবেক তুলি বলেন, "ওরা দু'জনে কথা বলছিল ৷ এরপর সৃষ্টি ওর ফ্ল্যাটে চলে যায় ৷ আমি তো অবাক হয়ে গিয়েছি, পরবর্তী 15-20 মিনিটে এমন কী হল যে সৃষ্টিকে আত্মহত্যা করতে হল ? সবই তো দিব্য চলছিল ৷ ওর প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেফতার করা হয়েছে ৷ ওকে ঠিক করে জেরা করা উচিত ৷"
সৃষ্টির কাকা ভাইঝির শৈশব নিয়ে জানান, সৃষ্টি ছোটবেলা থেকেই বিমানচালক হতে চেয়েছিলেন ৷ তাঁর সেই স্বপ্নও পূরণ হয়েছিল ৷ তাঁদের পরিবার সেনার পরিবার ৷ তাঁর দাদু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন ৷ 1971 সালে ভারত-পাক যুদ্ধে তিনি নিজের জীবন উৎসর্গ করেন ৷ এই পরিবারের মেয়ে সৃষ্টি মাত্র 23 বছর বয়সে বিমানচালক হন ৷ গোরখপুরের প্রথম মহিলা পাইলট সৃষ্টি তুলি ৷ তাঁকে সংবর্ধনা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আদিত্য যোগী ৷
কাজের প্রয়োজনে গত বছরের জুন মাস থেকে উত্তরপ্রদেশের বাড়ি ছেড়ে মুম্বইয়ের আন্ধেরির মারোল এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন সৃষ্টি ৷ দিল্লিতে বাণিজ্যিক বিমানচালকের প্রশিক্ষণ সংক্রান্ত একটি কোর্স করতে গিয়ে আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ হয় সৃষ্টির ৷ দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ আদিত্যও বিমানচালক হতে চায় ৷ তার প্রস্তুতিও নিচ্ছে, জানালেন কাকা বিবেক ৷