নয়াদিল্লি, 19 জুলাই:যান্ত্রিক গোলযোগের কারণে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করল রাশিয়াতে ৷ জানা গিয়েছে, মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার এক্স হ্য়ান্ডেলে টুইট করে এমনটাই জাাননো হয়েছে ৷
বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-183 ৷ মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ সেটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে (UNKL) অবতরণ করানো হয়েছে। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে বলে জানা গিয়েছে ৷ বিমানে থাকা 225 জন যাত্রী ও 19 জন ক্রু সদস্য নিরাপদে আছেন ৷ দ্রুত বিমানটির যান্ত্রিক সমস্যার সমাধান করে, গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ এক্স হ্যান্ডেলে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যাত্রী নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্ব দিতেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে ৷
সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা হবে ৷ যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের সঙ্গে সহযোগিতার জন্য এয়ারলাইন যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ৷