আগ্রা, 5 নভেম্বর: সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিতে ভেসেছিল আগ্রা ও আশেপাশের এলাকা ৷ তারপরেই তাজমহলের ছাদ চুঁইয়ে শুরু হয়েছে জল ঢোকা ৷ মূল সমাধিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের সমাধির কক্ষের ছাদ থেকে জল ঝরছে । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) তাদের অত্যাধুনিক লিডার প্রযুক্তি দিয়ে কী কারণে ভেতরে জল ঢুকল তা খতিয়ে দেখেছে ।
দেখা গিয়েছে, তাজমহলের ছাদে চূড়ার জন্য ব্যবহৃত লোহার রডে মরচে ধরেছে এবং চুন ফুলে গিয়েছিল । এ কারণে সেখান থেকে চুন সরিয়ে নেওয়া হয় । তারপরেই তাজমহলের মূল সমাধিতে জল ঢুকে গিয়েছে । এখন এএসআই 2টি ধাপে ছাদ ও গম্বুজের কাজ করবে । এ জন্য শিগগিরই দরপত্র জারি করা হবে ।
কী হয়েছে ?
সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । আগ্রাতেও টানা 4 দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে । 12 সেপ্টেম্বর, তাজমহলের মূল সমাধিতে অবস্থিত শাহজাহান এবং মমতাজের সমাধির ছাদ থেকে জল ঝরতে শুরু করে । এএসআই কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন । মূল সমাধিতে জল পড়ার কারণ জানতে লিডার প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হয় ।