কোট্টায়াম(কেরল), 14 ডিসেম্বর: আফ্রিকান সোয়াইন ফিভারের (এএসএফ) সংক্রমণ ধরা পড়েছে কেরলে ৷ কোট্টিকল এবং ভাঝুর পঞ্চায়েতের দুটি শূকরের খামার থেকে সংক্রমণের খবর সামনে এসেছে ৷ এরপরেই জেলাশাসক জন ভি স্যামুয়েল আক্রান্ত শূকরগুলিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন ।
জেলাশাসকের নির্দেশাবলীতে বলা হয়েছে, এটি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ ৷ তাতে আরও বলা হয়েছে, সোয়াইন ফিভারের আক্রান্ত শূকরগুলিকে ওই খামারগুলির এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মেরে দাহ করতে হবে । জেলাশাসক জন ভি স্যামুয়েল বলেছেন, "খামারের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত আক্রান্ত শূকরকে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে মেরে ফেলা হবে এবং দাহ করা হবে । জেলা পশুপালন অফিসারকে এই প্রক্রিয়াটি তদারকি করার জন্য নিযুক্ত করা হয়েছে ৷"
এছাড়াও, সংক্রামিত খামারগুলির 10 কিলোমিটার এলাকা জুড়ে শূকরদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য নজরদারি জোরদার করা হয়েছে । জেলা প্রশাসন সংক্রমিত খামারের বাইরে শূকর ও পশুখাদ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ পাশাপাশি শূকরের মাংস বিক্রি ও বিতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।