পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোট শেষের 48 ঘণ্টার মধ্যে তথ্য প্রকাশ করুক কমিশন, আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে - Lok Sabha Election 2024

ADR moves SUPREME COURT: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করে জানিয়েছে, নির্বাচন কমিশনকে ভোটগ্রহণের 48 ঘন্টার মধ্যে ভোটের প্রমাণিত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:08 PM IST

Supreme Court
সুপ্রিম কোর্ট (নিজস্ব)

নয়াদিল্লি, 10 মে: ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে ভোটকেন্দ্রের ফর্ম 17C পার্ট-1 অর্থাৎ বুথের ভোটার অ্য়াকাউন্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে ৷ এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংগঠন ৷ তাদের আর্জি, নির্বাচন কমিশনকে তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কত সংখ্যক ভোট পড়েছে, তার স্ক্যান কপিগুলি ভোট শেষ হওয়ার দু'দিনের মধ্যে প্রকাশ করতে হবে ৷

আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা আবেদনে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটারের ভোটদানের তথ্য প্রকাশে অত্যধিক দেরি করছে কমিশন ৷ 30 এপ্রিল ইসিআই-এর প্রেস নোটে অস্বাভাবিকভাবে ভোট শতাংশের বৃদ্ধি পেয়ে যাওয়া এবং ভোটকেন্দ্রের পরিসংখ্যান, এইসব তথ্যের সত্যতা নিয়ে উদ্বেগ বেড়েছে ৷ এমনকী জনসাধারণের মনেও সন্দেহের জন্ম দিয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, 30 এপ্রিল প্রেস রিলিজে প্রকাশিত তথ্য (প্রথম পর্যায়ের ভোটারদের ভোটদান- 66.14 শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোটার - 66.71 শতাংশ) যথাক্রমে 19 এপ্রিল এবং 26 এপ্রিলের প্রাথমিক তথ্যের সঙ্গে তুলনা করলে তা প্রায় 6 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কমিশনের প্রথম ধাপের ডেটা এবং দ্বিতীয় ধাপের ডেটাতে প্রায় 5.75% বৃদ্ধি পেয়েছে।

আবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে, ভোটারের ভোটদানের তথ্যের সম্পূর্ণ সংখ্যা ছাড়া আম জনতা ফলাফলে ঘোষিত ভোটের সংখ্যার সঙ্গে প্রাথমিক ভোটের সংখ্যার তুলনা করতে পারেন না ৷ তাই, ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে বুথের ভোটার অ্য়াকাউন্ট প্রকাশ করা জরুরি ৷ যদিও এই আবেদন এখনও গ্রহণ করেনি শীর্ষ আদালত ৷ তাই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details