পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোট শেষের 48 ঘণ্টার মধ্যে তথ্য প্রকাশ করুক কমিশন, আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

ADR moves SUPREME COURT: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করে জানিয়েছে, নির্বাচন কমিশনকে ভোটগ্রহণের 48 ঘন্টার মধ্যে ভোটের প্রমাণিত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।

Supreme Court
সুপ্রিম কোর্ট (নিজস্ব)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:08 PM IST

নয়াদিল্লি, 10 মে: ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে ভোটকেন্দ্রের ফর্ম 17C পার্ট-1 অর্থাৎ বুথের ভোটার অ্য়াকাউন্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে ৷ এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংগঠন ৷ তাদের আর্জি, নির্বাচন কমিশনকে তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কত সংখ্যক ভোট পড়েছে, তার স্ক্যান কপিগুলি ভোট শেষ হওয়ার দু'দিনের মধ্যে প্রকাশ করতে হবে ৷

আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা আবেদনে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটারের ভোটদানের তথ্য প্রকাশে অত্যধিক দেরি করছে কমিশন ৷ 30 এপ্রিল ইসিআই-এর প্রেস নোটে অস্বাভাবিকভাবে ভোট শতাংশের বৃদ্ধি পেয়ে যাওয়া এবং ভোটকেন্দ্রের পরিসংখ্যান, এইসব তথ্যের সত্যতা নিয়ে উদ্বেগ বেড়েছে ৷ এমনকী জনসাধারণের মনেও সন্দেহের জন্ম দিয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, 30 এপ্রিল প্রেস রিলিজে প্রকাশিত তথ্য (প্রথম পর্যায়ের ভোটারদের ভোটদান- 66.14 শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোটার - 66.71 শতাংশ) যথাক্রমে 19 এপ্রিল এবং 26 এপ্রিলের প্রাথমিক তথ্যের সঙ্গে তুলনা করলে তা প্রায় 6 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কমিশনের প্রথম ধাপের ডেটা এবং দ্বিতীয় ধাপের ডেটাতে প্রায় 5.75% বৃদ্ধি পেয়েছে।

আবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে, ভোটারের ভোটদানের তথ্যের সম্পূর্ণ সংখ্যা ছাড়া আম জনতা ফলাফলে ঘোষিত ভোটের সংখ্যার সঙ্গে প্রাথমিক ভোটের সংখ্যার তুলনা করতে পারেন না ৷ তাই, ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে বুথের ভোটার অ্য়াকাউন্ট প্রকাশ করা জরুরি ৷ যদিও এই আবেদন এখনও গ্রহণ করেনি শীর্ষ আদালত ৷ তাই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details