নয়াদিল্লি, 2 এপ্রিল: আপের সামনে প্রবল সংকট! মঙ্গলবার সকালে দিল্লির মন্ত্রী অতিশি দাবি করলেন, লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার হতে পারেন তিনি ৷ এছাড়া আপ নেতা সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকেও গ্রেফতার করতে পারে ইডি ৷
এদিন আপ নেত্রী আরও বলেন, "আমার এক ঘনিষ্ঠের মাধ্য়মে বিজেপি আমায় তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ৷ তাতে আমার রাজনৈতিক কেরিয়ার বেঁচে যাবে ৷ আর যদি আগামী এক মাসের মধ্যে আমি বিজেপিতে যোগ না দিই, তাহলে আমায় ইডি গ্রেফতার করবে ৷"
এদিকে সামনে লোকসভা নির্বাচন ৷ এই পরিস্থিতিতে আপ নেত্রী সাংবাদিক বৈঠকে আরও দাবি করেন, "আমার ঘনিষ্ঠ সূত্র আমাকে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ভারতীয় জনতা পার্টি ঠিক করেই ফেলেছে, আম আদমি পার্টি ও তার সব নেতাদের ওরা একেবারে শেষ করে দেবে ৷ এর আগে তারা আপের শীর্ষ নেতাদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে ৷ আগামী দু'মাসের মধ্যে লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করবে ইডি ৷ আমাকে গ্রেফতার করবে এবং সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকেও ৷ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর বিজেপি ভেবেছিল, এরপরে আম আদমি পার্টি ভেঙে চুরমার হয়ে যাবে ৷ আপ নৈতিকতা হারিয়ে ফেলবে ৷ কারণ দলের সব শীর্ষ নেতারাই এখন বিচারবিভাগীয় হেফাজতে জেলে রয়েছেন ৷"
এরপর অতিশি রামলীলা ময়দানে বিশাল জনসমাবেশ কথা উল্লেখ করেন ৷ দিল্লির মন্ত্রীর দাবি, এই জনসমাবেশ দেখে বিজেপির মনে হয়েছে, ওই চার নেতাকে গ্রেফতার করাই যথেষ্ট নয়, এবার আম আদমি পার্টির বাকি চার নেতাকেও জেলে পুরতে হবে ৷ তিনি বলেন, "আর কয়েকদিনের মধ্যে আমার ব্যক্তিগত বাসভবনে ইডির তল্লাশি হবে ৷ আমার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি হবে ৷ আমাদের সমন পাঠানো হবে ৷ তার কিছু দিন পরই আমাদের গ্রেফতার করা হবে ৷" তবে আপ নেতারা কোনও অবস্থাতেই লড়াই ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী ৷
ইতিমধ্যে দিল্লির আবগারি নীতি মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ তাঁর আগে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা সবাই এখন কারাবাসে ৷ এমনকী তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি আরের মেয়ে কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি ৷
তাঁর গ্রেফতারির কিছুদিন পরেই আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন জাতীয় আপ আহ্বায়ক কেজরিওয়াল ৷ সোমবার তাঁকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে পেশ করা হয় ৷ আদালত তাঁকে 15 এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ৷ আপাতত তিনি তিহাড় জেলে রয়েছেন ৷ এর পর দিনই দিল্লির আরেক মন্ত্রী তথা আপ নেত্রী অতিশি এমন দাবি করলেন ৷
আরও পড়ুন:
- কল্পনা-সুনীতা-সুনেত্রা, লোকসভা নির্বাচন বদলে দিল তিন স্ত্রীর জীবন
- 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
- একে অপরের বিরুদ্বে লড়লেও ঐক্য অটুট, দিল্লি থেকে বার্তা ইন্ডিয়া জোটের