নয়াদিল্লি, 26 ডিসেম্বর: আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে 'ইন্ডিয়া' ব্লকে ফাটল ! এই ভোটে আম আদমি পার্টিকে (আপ) হারাতে কংগ্রেস, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে বলে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, কংগ্রেসের কাজকর্মের ফলে 'ইন্ডিয়া' ব্লকে ভাঙন ধরছে ৷ তাঁদের হুঁশিয়ারি, কংগ্রেস নেতা অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷
অতিশী দাবি করেন, "আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ও ফারহাদ সুরির নির্বাচনের জন্য টাকা ঢালছে বিজেপি ৷ নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ এছাড়া জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে ফারহাদ সুরিকে ৷" তিনি প্রশ্ন করেন, "আপকে নিয়ে এত সমস্যা থাকলে, লোকসভা ভোটে আমাদের সঙ্গে জোট বাঁধল কেন কংগ্রেস ?"
অন্যদিকে সঞ্জয় সিং বলেন, "হরিয়ানায় বিধানসভা ভোটের সময় কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলিনি আমরা ৷ মনে হচ্ছিল, কংগ্রেস বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছে ৷ ওদের প্রার্থিতালিকা দেখে মনে হচ্ছিল সেটা বিজেপির কার্যালয়ে বসে ঠিক করা হয়েছে ৷"