নয়াদিল্লি, ২৫ অক্টোবর: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ। আপের দাবি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিকাশপুরী এলাকায় মিছিল করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে সময় বিজেপির যুব মোর্চার কয়েকজন সদস্য তাঁর ওপর চড়াও হন।
হামলার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে 'কেজরিওয়াল মুর্দাবাদ' স্লোগান উঠতে থাকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে পুলিশ বিজেপির যুব মোর্চার কর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কেজরিওয়ালের সঙ্গে থাকা আম আদমি পার্টির কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " রাজনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করতে না পেরে এবার তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি। প্রথমে জেলে তাঁর কাছে ইনসুলিন না পাঠিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়। এবার সরাসরি আক্রমণ করা হল। কিন্তু বিজেপি জানে না, অরবিন্দ কেজরিওয়াল শুধু দিল্লির নেতা নন। দিল্লির বাসিন্দাদের কাছে তিনি বাড়ির ছেলে। কারও কাছে আবার সন্তানদের অভিভাবক। যিনি সেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"