পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল আধার কার্ড', হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দাবি শান্তনুর - Aadhaar card cancellation

Shantanu Thakur on Aadhaar card cancellation issue: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আধার কার্ড নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে এবার সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণেই আধার কার্ড বাতিল হয়েছে বলে দাবি করেন শান্তনু ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 5:22 PM IST

Updated : Feb 19, 2024, 5:40 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আধার কার্ড বাতিল নিয়ে এবার আসরে নামল বিজেপি ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আধার কার্ড নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও এবার সরাসরি অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ একই সঙ্গে, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আবেদন করেছেন শান্তনু ৷ তাঁর দাবি, আধার কার্ড প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল হয়েছে। এই প্রসঙ্গে সোমবার তিনি বলেন, "যাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বাতিল হয়ে গিয়েছে তাঁরা বিভ্রান্ত না হবেন না ৷ বিভ্রান্তির শিকারও হবেন না ৷" একই সঙ্গে, এদিন শান্তনু ঠাকুর জানিয়েছেন, যাঁদের আদার কার্ড বাতিল হয়েছে তাঁদের জন্য মেইল আইডি এবং হোয়াটস অ্য়াপ নম্বরও চালু করেছে কেন্দ্র ৷

এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বলেন, "মেইল অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের ৷ আপানারা আমাদের একটা লিখিত আবেদন করুন যে আপনাদের কার্ড বাতিল হয়ে গিয়েছে ৷ 9647534453 এই নম্বরে হোয়াটস অ্য়াপ করুন ৷" শান্তনু ঠাকুরের দাবি, আধার কার্ড বাতিল হওয়ার কারণ প্রযুক্তিগত ত্রুটি ৷ এদিন শান্তুনু ঠাকুর বলেন, "এর জন্য ক্ষমা চাইছি ৷ পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁরা আবেদনপত্র পাঠান ৷ কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফের চালু হবে ৷"

সোমবার নবান্নে আধার ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান থেকেই তিনি এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে এই সমস্যা সমাধানে পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ সাধারণ মানুষকে ভয় না পেয়ে সরাসরি সরকারের কাছে আসার কথাও বলেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে আধার হারানো মানুষদের সাহায্যের জন্য আলাদা কার্ড দেওয়া হবে । আর সেই মন্তব্যেরই এবার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী ৷ শান্তনু ঠাকুর বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক প্রপোগন্ডা চালাচ্ছেন ৷ রাজ্য সরকার এই সমস্যা সমাধান করতে পারবে না ৷ এটা সম্পূর্ণ কেন্দ্রের বিষয় ৷ মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্ত হবেন না ৷"

একই সঙ্গে, সন্দেশখালির ঘটনায় শান্তনু ঠাকুর বলেছেন, "মানুষ বলছে যে তারা তৃণমূল ক্যাডার দ্বারা অত্যাচারিত হচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিষয়টি আড়াল করার চেষ্টা করছে ৷ তারা কাউকে অনুমতি দিচ্ছে না সেখানে যাওয়ার। সত্য বেরিয়ে আসবে বলে তারা লোকজনকে সেখানে যেতে দিচ্ছে না ৷"

Last Updated : Feb 19, 2024, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details