বিকানের, 10 মে:কুসংস্কারের শিকার হতে হল রাজস্থানের এক কিশোরীকে ৷ গরম রড দিয়ে তাঁর শরীরের একাধিক অংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিকানেরের পাঞ্চো গ্রামে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্চো থানার পুলিশ ৷
পাঞ্চো থানার পুলিশ ইন-চার্জ রনকেশ মীনা জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই কিশোরী ৷ সময়ের সঙ্গে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ অবশেষে তাঁকে স্থানীয় এক তান্ত্রিকের কাছে নিয়ে যান অসুস্থ মেয়েটির বাড়ির মহিলারা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই তান্ত্রিকের নাম দেবীশিং চৌহান ৷ অসুস্থ মেয়েটিকে দেখে ওই তান্ত্রিক তার পরিবারকে জানায়, কিশরীর শরীরে অশুভ শক্তি বাসা বেধেছে ৷ তার থেকে মুক্তির জন্য একটি যোজ্ঞ করতে হবে ৷ কয়েকদিন আগে বাড়িতে একটি পুজোও করা হয় ৷ কিন্তু তাতেও কিশোরীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর শরীরের একাধিক জায়গায় রডের ছেঁকা দেওয়া হয় ৷