পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমজীবন নিয়ে সমস্যায় মেষ রাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী রয়েছে ? - ইটিভি ভারত দৈনিক রাশিফল

Daily Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
ইটিভি ভারত দৈনিক রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 6:30 AM IST

মেষ : প্রেমের জীবনে হয়ত একটু সমস্যা দেখা দিতে পারে আজ ৷ কেননা প্রণয়ীর সঙ্গে আপনার মতবিরোধের ইঙ্গিত আছে । আপনার কটূকথার জন্য হয়ত আপনার প্রণয়ী দুঃখ পাবেন । আপনার একগুঁয়ে স্বভাবের উপর নিয়ন্ত্রণ আনুন, নয়ত ভবিষ্যতে এ নিয়ে আফসোস করতে হবে । আর্থিক ক্ষেত্রে ছোট বা বড় কেনাকাটা এড়ানোর চেষ্টা করুন । যদি একান্তই আবশ্যক হয় তাহলে অন্যদের পরামর্শ শুনে চলুন ও পরিমাণের থেকে গুণগত মানের উপরে বেশি গুরুত্ব দিন । স্বাস্থ্যগত সমস্যা হয়ত কর্মক্ষমতায় প্রভাব ফেলবে । নিত্যনৈমিত্তিক কাজগুলি করার সময় সজাগ থাকুন ও নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখুন ।

বৃষ : আজ বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে । আপনাকে নিশ্চিত করতে হবে যাতে ভুল বোঝাবুঝি বা মতামতের পার্থক্য আপনাদের মাঝে কোনওরকম ব্যবধান তৈরি করতে না পারে । যদি তা ঘটেও, তাহলে সরাসরি তাদের সঙ্গে কথা বলে সমস্যা দূর করুন । হতে পারে আপনি নিজের ধারণা ও অনুভূতি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন ।

মিথুন : আপনার সংবেদনশীল প্রকৃতি বর্তমানে সম্মুখীন হওয়া অনেক সমস্যার কারণ হতে পারে । সুতরাং যে কোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় নিজের অনুভূতিগুলি সংযত রাখার চেষ্টা করুন । আজ সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত রাখবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন । সব মিলিয়ে আজ একটি প্রগতিমূলক দিন ।

কর্কট : কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । এই সময় কোনও সিদ্ধান্ত নেবেন না, পরে অনুতাপ করতে হতে পারে । নতুন জায়গায় ট্রান্সফার হওয়া বা বাড়িতে শুভকাজ সম্পন্ন হওয়ার ইঙ্গিত আছে । নতুন পরিকল্পনা বা জীবনের নতুন পর্যায় শুরু করার জন্য এটা খুব ভালো দিন ।

সিংহ : প্রিয় বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুত্ব নতুন করে ফিরিয়ে আনার এটাই সেরা সময় । কিন্তু বর্তমানের সম্পর্কগুলিকে উপেক্ষা করবেন না, তাহলে সেখানে মতবিরোধ দেখা দেবে । সম্পর্কের আগুন প্রজ্জ্বলিত রাখার জন্য আপনার প্রিয়জনকে জায়গা ও সময় দুইই দিন । আর্থিক দিক থেকে হয়ত আজকের দিনটি বিরাট কিছু হবে না, অল্প আয়ের কারণে অর্থের প্রবাহ একইরকম থাকবে । কর্মক্ষেত্রে অগ্রজদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন । যাই হোক, আপনি যদি মামুলি সমস্যাগুলির দিকে নজর দেন তাহলে ভাগ্য প্রসন্ন হতে পারে ।

কন্যা : প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সন্ধ্যা কাটানোর ফলে আপনি মনের কথা উজাড় করার সুযোগ পাবেন । চিন্তাভাবনায় স্পষ্টতা আসবে ও আপনার সঙ্গী হয়ত জীবন সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে । আপনার আর্থিক কৌশলের ত্রুটিগুলি আপনি সনাক্ত ও সংশোধন করতে পারবেন, ফলে উপার্জন সন্তোষজনক হবে । পেশার ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকবে। সৃজনশীল মস্তিস্ক ব্যবসায়ীদের ব্যবসার উন্নতিতে সাহায্য করবে । অন্যদের মতামতের দিকে মনোযোগ দিলে একটি সংহত পরিকল্পনা তুলে ধরতে পারবেন যা শুনতে বেশি ভালো লাগবে ।

তুলা : প্রেমের জীবনে মামুলি বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে আজ ৷ কিন্তু তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই । সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনি মসৃণ একটি সম্পর্কের দিকে এগোবেন । আর্থিক ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকতে পারে, কেননা পুরনো কিছু বিনিয়োগ ভালো ফল আনা শুরু করতে পারে । যদিও, পেশার ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার না করার ফলে কাজ মসৃণভাবে নাও এগোতে পারে । কোনও ওয়ার্কশপ বা আলোচনাসভায় অংশগ্রহণ করলে আপনার পেশার ক্ষেত্রে নতুন কিছু শিখতে সাহায্য হতে পারে ।

বৃশ্চিক : প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পেলেও আপনার সঙ্গীর হয়ত সম্পর্কটিকে নিয়ে ভাবার জন্য কিছু সময় ও দূরত্বের প্রয়োজন হতে পারে । আপনার সঙ্গীর উপরে কোনও কিছু চাপিয়ে দেবেন না । সম্পর্কটিতে প্রাণসঞ্চার করা জন্য আনন্দদায়ক কিছু করুন । আজকের দিনে আপনি হয়ত অর্থচিন্তায় মগ্ন থাকবেন । কিন্তু আর্থিক বিষয়ে সাফল্য পাওয়ার জন্য আর্থিক প্রোফাইল তৈরি করা আবশ্যক হয়ে পড়বে । কাজের জায়গায় আপনি হয়ত সম্পূর্ণ উদ্দীপ্ত থাকবেন, যাই হোক না কেন, সৎ থাকুন, তাহলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন ।

ধনু : একে অন্যকে দোষারোপ করার বদলে প্রিয়জনকে বিশ্বাস করা বেশি ভালো । আপনার সঙ্গীকে বোঝার ক্ষেত্রে ধৈর্য্যই মূল চাবিকাঠি । আপনার অপব্যয়ী স্বভাবের জন্য আজ আপনি আর্থিকভাবে দুর্বল থাকবেন । আবেগতাড়িত হয়ে আপনি হয়ত প্রত্যাশার থেকে বেশি খরচ করে ফেলবেন । নক্ষত্রের প্রভাবে আপনার ইতিবাচক চিন্তাভাবনায় বাধা আসতে পারে, তাই কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে । চাপের মধ্যে কাজ করতে শিখুন, দায়িত্বশীল হন ও আজকে কোনওভাবেই নিষ্ফল কাজের পিছনে ছুটবেন না ।

মকর : আজ আপনার আবেগ এতই কম থাকবে যে প্রেম ও রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটি ঘটনাবিহীন কাটবে । প্রণয়ী হয়ত আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু সন্তুষ্ট করতে ব্যর্থ হবেন । ব্যবসায়ীরা নেটওয়ার্কিং-এর মাধ্যমে তাদের বৃত্ত বড় করবেন । ফলদায়ক উদ্দেশ্যর জন্য ভালো সম্পর্ক স্থাপন করার বিষয়টি আপনার মনোযোগ পাবে এবং আজকের দিনটি আপনি সেই লক্ষ্যেই কাটাবেন । কর্মক্ষেত্রে কথা বুঝে শুনে কথা বলতে শিখুন, কেননা যাই বলবেন তা থেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে । জমে থাকা কাজগুলি করুন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার যায় ।

কুম্ভ : প্রেমের ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতিতে আপনাকে আত্মত্যাগ করতে হবে । সমঝোতাই সুখের মূল চাবিকাঠি ! সম্পর্ককে উজ্জীবিত করতে সঙ্গীর সঙ্গে দায়িত্ব ভাগ করে নিন । ভবিষ্যতের উপার্জনের জন্য ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে আজ একটি শুভ দিন । আপনি কাজের প্রতি সমর্পিত থাকবেন ও ব্যবসায় যুক্ত থাকলে মক্কেলদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করুন । দাম্ভিকভাব দেখানো ও কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পরামর্শ এড়িয়ে চলুন । ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না ।

মীন : আপনি হয়ত প্রেয়সীর সঙ্গে সন্ধ্যাটি কাটাতে চাইবেন । আপনার মিষ্টি স্বভাব সঙ্গীর মন জয় করে নেবে আজ । বাস্তববাদী মানসিকতার সাহায্যে আপনি সমস্যাগুলি সামলাতে পারবেন, ফলে ভালোবাসা ও রোমান্সের জন্য আজ ভালো দিন । ব্যবসার ক্ষেত্রে যারা সম্পত্তি বিষয়ক লেনদেন করেন, তারা প্রশংসা পেতে পারেন । আজকের দিনে লাভের ইঙ্গিত আছে । কর্মক্ষেত্রে আপনি আজ একসঙ্গে বহু কাজ করায় লিপ্ত থাকবেন । আজকে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে । কিন্তু আপনাকে কাজের মানের দিকে নজর দিতে হবে ৷

আরও পড়ুন :

  1. প্রেমের সপ্তাহে ভালোবাসার সন্ধান পাবেন কি সিঙ্গলরা ! জেনে নিন সাপ্তাহিক রাশিফলে
  2. ধূমপান না-করলেও কর্কট রোগে আক্রান্ত হতে পারে ফুসফুস, ক্যানসার দিবসে রইল চিকিৎসকের পরামর্শ
  3. আজ বিশ্ব ক্যানসার দিবস! কীভাবে মিলবে মুক্তি ? উত্তর দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

ABOUT THE AUTHOR

...view details