পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 7:40 AM IST

ETV Bharat / bharat

রেস্তোরাঁর মাউথফ্রেশনারে শুষ্ক বরফ, মুখে দিতেই শুরু রক্ত-বমি; দায়ের অভিযোগ

Poisonous Mouth Freshener: হরিয়ানার গুরুগ্রামের রেস্তোরাঁয় মাউথ ফ্রেশনার মুখে দেওয়ার পর শুরু রক্তপাত-বমি । গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে 4। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিসের ৷

Etv Bharat
Etv Bharat

গুরুগ্রাম, 5 মার্চ:নৈশভোজের পর রেস্তোরাঁয় ওয়েটারের পরিবেশন করামাউথ ফ্রেশনার মুখে দিয়ে গুরুতর অসুস্থ 5 ৷ সোমবার হরিয়ানার গুরুগ্রাম এলাকার একটি রেস্তোরাঁয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় 4 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, রেস্তোরাঁর ওই মাউথ ফ্রেশনারে শুকনো বরফ মেশানো ছিল ৷ যা মুখে দিতেই জ্বালা করতে শুরু হয় খেতে আসা ওই ব্যক্তিদের ৷ শনিবার রাতে গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার তাঁর স্ত্রী ও 4 বন্ধুকে নিয়ে খেতে গিয়েছিলেন দিল্লির সেক্টর 90-এর ওই রেস্তোরাঁয় ৷ তাঁর কথায়, খাওয়ার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁর ওয়েটার তাঁদের মাউথফ্রেশনার দেন ৷ তা মুখে দিতেই শুরু হয় জ্বালা ৷ মুখ থেকে রক্তপাতও হয় ৷ সেই সঙ্গে শুরু হয় বমিও ৷ জল খেলেও জ্বালা কমেনি ৷ স্ত্রী ও বন্ধুদের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে ৷ শারীরিক ক্রমশ খারাপ হওয়ায় চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ এই ঘটনার পরই রেস্তোরাঁ ছেড়ে পালিয়ে যান কর্মীরা ৷

ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন গ্রেটার নয়ডার ওই বাসিন্দা ৷ অঙ্কিত কুমার আরও জানান, মাউথ ফ্রেশনারের প্যাকেটটি তিনি এক চিকিৎসককে দেখান ৷ সেই চিকিৎসক জানান এটি একটি শুকনো বরফের প্যাকেট ৷ যার মধ্যে অ্যাসিড থাকে ৷ এটি মানুষের শরীরের জন্য় বিষের সমান ৷ অ্য়াসিডের কারণেই মুখের ভিতরের চামড়া পুড়ে গিয়ে জ্বালা শুরু হয়েছে ৷ অসুস্থের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই, তদন্তকারী অফিসার ইন্সপেক্টর মনোজ কুমার জানান, রবিবার খেরকি এলাকার দৌলা থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 328 (বিষ প্রয়োগ) এবং 120-বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে ৷ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

  1. 5 কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেফতার 3 পাচারকারী
  2. পোলবায় সারমেয়দের অস্বাভাবিক মৃত্যু, বিষ না অন্য কিছু; তদন্তে পুলিশ
  3. সুযোগ হলেই মন ভুলছে সস্তার বিরিয়ানিতে, সাবধান! শরীরে বিষ যাচ্ছে না তো ?

ABOUT THE AUTHOR

...view details