গুরুগ্রাম, 5 মার্চ:নৈশভোজের পর রেস্তোরাঁয় ওয়েটারের পরিবেশন করামাউথ ফ্রেশনার মুখে দিয়ে গুরুতর অসুস্থ 5 ৷ সোমবার হরিয়ানার গুরুগ্রাম এলাকার একটি রেস্তোরাঁয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় 4 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, রেস্তোরাঁর ওই মাউথ ফ্রেশনারে শুকনো বরফ মেশানো ছিল ৷ যা মুখে দিতেই জ্বালা করতে শুরু হয় খেতে আসা ওই ব্যক্তিদের ৷ শনিবার রাতে গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার তাঁর স্ত্রী ও 4 বন্ধুকে নিয়ে খেতে গিয়েছিলেন দিল্লির সেক্টর 90-এর ওই রেস্তোরাঁয় ৷ তাঁর কথায়, খাওয়ার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁর ওয়েটার তাঁদের মাউথফ্রেশনার দেন ৷ তা মুখে দিতেই শুরু হয় জ্বালা ৷ মুখ থেকে রক্তপাতও হয় ৷ সেই সঙ্গে শুরু হয় বমিও ৷ জল খেলেও জ্বালা কমেনি ৷ স্ত্রী ও বন্ধুদের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে ৷ শারীরিক ক্রমশ খারাপ হওয়ায় চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ এই ঘটনার পরই রেস্তোরাঁ ছেড়ে পালিয়ে যান কর্মীরা ৷