পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরকানসাসে বন্দুকবাজের হামলা, মৃত্যু ভারতীয় বংশোদ্ভুত যুবকের - US Grocery Store Shooting

US Grocery Store Shooting: শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসে এক ভারতীয় বংশোদ্ভুতের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, মৃতের নাম দাসরি গোপীকৃষ্ণ ৷ তিনি অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার বাসিন্দা ৷ আরকানসাসের ম্যাড বুচার নামে একটি দোকানে কাজ করতেন তিনি ৷ সেখানেই বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে তাঁর ৷

ETV BHARAT
আরকানসাসে বন্দুকবাজের হামলায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভুতের ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 3:17 PM IST

অমরাবতী / লিটল রক, 23 জুন: মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসে ম্যাড বুচার নামে একটি মুদি দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে শনিবার ৷ যে ঘটনায় মোট 4 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে এক ভারতীয় বংশোদ্ভুত রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা 32 বছরের দাসরি গোপীকৃষ্ণ আরকানসাসের ওই দোকানের কর্মচারী ছিলেন ৷ অন্ধ্রের বাপাতলা জেলার গোপীকৃষ্ণ আট মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাজের জন্য ৷

জানা গিয়েছে, 21 জুলাই সন্ধ্যায় ওই দোকানে গ্রাহকদের ভিড় ছিল ৷ হঠাৎই ওই বন্দুকবাজ দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ সেই সময় দোকানের ক্যাশ কাউন্টারে বিলিংয়ের কাজ করছিলেন দাসরি গোপীকৃষ্ণ ৷ বন্দুকবাজের চালানো গুলি তাঁর শরীরে লাগে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ভারতীয় সময় শনিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোপীকৃষ্ণ ৷ তাঁর স্ত্রী এবং একটি ছেলে রয়েছে ৷ এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ আরকানসাস পুলিশের তরফে শেয়ার করা হয়েছে ৷

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বন্দুকবাজ দোকানে ঢুকেই কাউন্টারে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ৷ এরপর বন্দুকবাজ লাফ দিয়ে কাউন্টারের ভিতরে ঢোকে এবং সেখানে তাক থেকে কিছু একটা তুলে নিয়ে বেরিয়ে আসে ৷ এই ঘটনায় আরকানসাস পুলিশের তরফে জানানো হয়েছে, মোট 14 জন গুলিবিদ্ধ হয়েছেন ৷ তাঁদের মধ্যে 11 জন সাধারণ মানুষ ৷ বাকিদের মধ্যে 2 জন পুলিশ আধিকারিক এবং আরেকজন অভিযুক্ত বন্দুকবাজ ৷

জানা গিয়েছে, ঘটনার সময় দোকানের ভিতরে ছিলেন ফোরডিসের পুলিশ অফিসার জেমস জনসন (31) এবং স্টুটগার্টের পুলিশ অফিসার জন হাডসন (24)৷ তাঁরাই বন্দুকবাজের বিরুদ্ধে পালটা প্রতিরোধ তৈরি করেন এবং গুলিবিদ্ধ হন ৷ তবে, দু’জনকেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ দু’জনের চোট সামান্য বলে জানানো হয়েছে ৷ তবে, এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে ৷ এর বাইরে আরও তিনজন হাসপাতালে ভর্তি আছেন ৷ মৃত ও আহত সকলের বয়স 20 থেকে 65 বছরের মধ্যে ৷

আহত বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন পোসি (44) ৷ তার বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডারের চার্জে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ উল্লেখ্য, দাসরি গোপীকৃষ্ণ ছাড়া বন্দুকবাজের হামলায় বাকি মৃতেরা হলেন, শার্লি টেলর (62) ক্যালি ওয়েমস (23) রয় স্টার্গিস (50) ৷

ABOUT THE AUTHOR

...view details