পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুগল ম্যাপ দেখে গাড়ি ছুটল নির্মীয়মাণ সেতুতে, 50 ফুট উপর থেকে পড়ল নদীতে - GOOGLE MAPS LEADS ACCIDENT

গুগল ম্যাপে দেখানো পথ দিয়ে যেতেই বিপত্তি ! নির্মীয়মাণ সেতুর উপর থেকে 50 ফুট নিচে পড়ল গাড়ি ৷ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷

GOOGLE MAPS LEADS ACCIDENT
ফরিদপুরের নির্মীয়মাণ ফ্লাইওভার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 8:19 AM IST

বরেলী, 25 নভেম্বর: গন্তব্যস্থলে যাওয়ার রাস্তা অজানা থাকলে সাধারণত গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয় ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানায় পৌঁছে দেয় এই ম্য়াপ ৷ তবে এবার সেই ম্যাপে দেখানো পথে যেতে গিয়েই হল বিপত্তি ৷ নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে 50 ফুট নীচে পড়ল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল 3 যুবকের ৷ শনিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলী জেলার ফরিদপুর থানা এলাকায় ৷

জানা গিয়েছে, এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য দাতাগঞ্জের ফারুক্কাবাদ থেকে ফরিদপুরের দিকে রওনা দেন 3 যুবক ৷ সঠিক ঠিকানা জানা ছিল না তাঁদের ৷ সেই কারণে গুগল ম্যাপে দেখানো পথেই গাড়ি চলছিল ৷ কিছু সময়ে পর তাঁদের গাড়ি রামগঙ্গার উপর নির্মীয়মাণ সেতুর উপর পৌঁছয় ৷ সামনে যে আর রাস্তা নেই, তার কোনও আপডেট ছিল না গুগল ম্যাপে ৷ ফলে রাতের অন্ধকারে দেখতে না-পেয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে 50 ফুট নিচে বালির চড়ের উপর গাড়ি পড়ে যায় ৷ ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় ৷

রবিবার সকালে গাড়িটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় ফরিদপুর থানায় ৷ এরপর ঘটনাস্থলে এসে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অমিত কুমার ও তাঁর ভাই বিবেক কুমার এবং বন্ধু কৌশল ৷ বিয়ের মধ্যে ভয়াবহ এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকাহত গোটা পরিবার ৷

ঘটনাপ্রসঙ্গে মৃতদের কাকা রাজেশ জানান, অমিত ও বিবেকের পরিবার গুরগাঁওয়ে থাকে ৷ সেখানে একটি সিকিউরিটি এজেন্সি চালায় দুই ভাই ৷ রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই শনিবার ফরিদপুর আসছিলেন তাঁরা ৷ কিন্তু, সঠিক রাস্তা জানা ছিল না ৷ তাই গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন ৷

তিনি আরও জানান, সন্ধ্যা 6টা নাগাদ পরিবারের সঙ্গে ফোনেও কথাও হয় দুই ভাইয়ের ৷ অমিত জানান, গন্তব্যে পৌঁছতে তাঁদের আর 15 মিনিট সময় লাগবে ৷ এরপর তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি ৷ অবশেষে কয়েক ঘণ্টা পর তাঁদের দুর্ঘটনার খবর আসে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷

পড়ুন:ভয়াবহ দুর্ঘটনা ! ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু 5 জনের

ABOUT THE AUTHOR

...view details