থানে, 2 জানুয়ারি: দিনকয়েক আগেই কলকাতা থেকে গ্রেফতার হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ মহম্মদ আব্দুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ এবার মহারাষ্ট্রের থানে’তে অবৈধভাবে বাস করার জন্য তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল 16 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল ৷ ফলে গত দু’দিনে অনুপ্রবেশের জন্য গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যাটা 19 ৷ শেষ মাস ধরলে গ্রেফতারির সংখ্যা 46 ৷
বৃহস্পতিবার নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পুলিশ বর্তক নগরের একটি এলাকায় অভিযান চালায় ৷ তাতে একটি ঘরে থাকা ওই তিন মহিলাকে খুঁজে পায় পুলিশ । জানা গিয়েছে, প্রত্যেকের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে ৷ ওই তিন মহিলা হোটেলে ওয়েটার হিসাবে কাজ করত ৷ পুলিশি অভিযানে তারা ভারতে প্রবেশের এবং এখানে থাকার জন্য কোনও নথি দেখাতে পারেনি ৷ তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে ৷ তিনজনের বিরুদ্ধেই পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং বিদেশি আইনের (The Foreigners Act, 1946) অধীনে মামলা দায়ের হয়েছে ৷