পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

45 বছর বয়সি আদিবাসী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার তিন - Tribal woman Gang rape in Sahibganj

Tribal Woman Gang Rape in Sahibganj: ঝাড়খণ্ডে লালসার শিকার এক আদিবাসী মহিলা ৷ প্রতিবেশী রাজ্যের সাহিবগঞ্জে ওই মহিলাকে তিন জন মিলে ধর্ষণ করে ৷ নির্যাতিতা মহিলর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

দিবাসী মহিলাকে গণধর্ষণ
Tribal woman Gangraped in Sahibganj

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 1:18 PM IST

Updated : Mar 9, 2024, 1:27 PM IST

সাহিবগঞ্জ, 9 মার্চ: ফের গণধর্ষণ ঝাড়খণ্ডে ৷ এবার এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে ৷ কয়েকদিন আগে ঝাড়খণ্ডেরই দুমকায় এক স্প্যানিশ ট্রাভেল ভ্লগারকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছিল। এরপর সাহিবগঞ্জে আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনা এল খবরের শিরোনামে ৷ অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ওই মহিলা মেলা থেকে জিনিসপত্র বিক্রি করে বাড়ি ফিরছিলেন ৷ তখনই তাঁকে একা পেয়ে বরিয়া থানা এলাকায় ওই তিন জন মিলে গণধর্ষণ করে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আযোজন হয়েছিল ৷ সেখানে এক মেলা চলছিল ৷ তাতেই মদ বিক্রি করতে গিয়েছিলেন 45 বছর বয়সি ওই আদিবাসী মহিলা। মেলা শেষে রাতে একাই বাড়িতে ফিরছিলেন। চারিদিক অন্ধকার ছিল ৷ আর তার সুযোগ নিয়েই ওই তিন যুবক তাঁকে গণধর্ষণ করে ৷

ঘটনার পরই ওই নির্যাতিতা শুক্রবার সকালে বোরিও থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। ঘটনা শুনেই তড়িঘড়ি থানার ইনচার্জ ট্রেনিং ডিএসপি রূপক কুমার সিং একটি দল গঠন করে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ডিএসপি রূপক কুমার সিং বলেন, "নির্যাতিতার লিখিত আবেদনের ভিত্তিতে, 21/24 নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ তিন অভিযুক্ত বুদ্ধিনাথ মুর্মু, সুরেশ হেমব্রম, বাবু ওরফে পরতা টুডুকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়েছে। আদিবাসী ওই মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

উল্লেখ্য, কয়েকদিন আগে, ভারতে এসে গণধর্ষণের শিকার হন এক স্প্যানিশ মহিলা। সূত্রের খবর অনুযায়ী, ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন। তাঁরা গোটা এশিয়া জুড়ে একটি ট্রিপে বেরিয়েছিলেন। তাঁরা প্রথমে পাকিস্তান যান। সেখান থেকে ভারতে। এরপর বাংলাদেশ ঘুরে আবার ভারত আসেন, উদ্দেশ্য ছিল ঝাড়খণ্ড হয়ে নেপাল ঢোকার। তার আগেই দুমকায় তাঁদের সঙ্গে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই গণধর্ষণ কেসের তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

  1. স্কুল থেকে ফেরার সময় ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে
  2. ঝাড়খণ্ডে এবার লালসার শিকার শিল্পী, গাড়িতে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ
  3. হাথরসে ফের গণধর্ষণ ! দুই যুবকের লালসার শিকার কিশোরী
Last Updated : Mar 9, 2024, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details