পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মঙ্গলে কোন রাশির অর্থাগমে কাটবে বাধা, জানুন রাশিফলে - ETV Bharat Horoscope

Daily Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 6:31 AM IST

মেষ: দ্বিধা দিয়ে দিনটি শুরু হবে ৷ সেই কারণেই আপনার দক্ষতাগুলি কাজে লাগাতে পারবেন। সন্ধ্যা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, আপনি আপনার অসাধারণ কাজের জন্য প্রশংসা পাবেন । আজ আপনার ভাগ্য ভালো থাকলে নতুন চুক্তিতে সই করবেন। আপনার প্রিয়তম আপনার জন্য উৎসুক ভাবে অপেক্ষা করছেন। দিনটি দীর্ঘ এবং ক্লান্তিকর হলেও আপনি উদ্যম হারাবেন না। আপনি শুধু আর্থিক স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়েই সন্তুষ্ট থাকবেন না ৷

বৃষ:আজ আপনার মাথায় এমন কিছু ঘুরবে, যার জটিলতা আপনাকে শান্তিতে থাকতে দেবেনা। খোলাখুলি কথা বলুন ৷ কেননা অন্যদের ওপর আপনার বক্তব্যের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। আজ আপনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন না। চিন্তা করবেন না, নক্ষত্রেরা সম্ভবত আপনার অনুকূলে আছে। আপনার কাছে যেসব আর্থিক সুযোগ আসবে তার সম্পূর্ণ সদ্ব্যবহার করা উচিত ৷ কিন্তু সঠিক সুযোগটি বেছে নেওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

মিথুন: আজ আপনি সম্ভবত সব ক্ষেত্র থেকেই আপনার উদ্যোগের জন্য উৎসাহ ও সমর্থন পাবেন। আপনি কথাবার্তা বলায় পটু এবং ছোট্ট মন্তব্যের মাধ্যমেই চাপ মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারেন। কাজের দিকে সব শক্তি চালিত করার বদলে, আজ আপনাকে নিজের জন্যও কিছু সময় বার করতে হবে। সব চিন্তা সরিয়ে রেখে, কিছু প্রাথমিক বিষয়ের ভিত্তিতে আপনার আর্থিক দিকটি সামলানো যুক্তিযুক্ত কাজ হবে।

কর্কট:আপনি যদি স্টকব্রোকার হন, তবে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভালো যাচ্ছে না। নির্মাতাদের নতুন পণ্য বাজারে নিয়ে আসা পিছিয়ে দিতে হবে। যদিও অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারে নিয়ে আসবেন, তখন তার ভক্তসংখ্যা বিশাল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি চিন্তিত নন। আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা না করলেও চলে, ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে।

সিংহ: কল্পনাপ্রবণ মানুষের সৃজনশীল ধারার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মধ্যে রয়েছে। হয়ত এই কারণেই, আপনি সবকিছু অন্যদের থেকে অন্যরকমভাবে দেখেন। নক্ষত্রের আনুকূল্যে, আজ এই সৃজনশীল দিকটি আরও জোরদারভাবে সামনে বেরিয়ে আসবে। অনায়াসে নতুন নতুন ধারণার জন্ম দিতে দিতে আপনি সৃজনীশক্তির চূড়ান্ত শিখরে পৌঁছবেন। বিতর্ক ও আলোচনার মাধ্যমে আপনি হয়ত আপনার ভাবনাচিন্তার পরিধি আরও বিস্তৃত করবেন। আপনার উদ্যম বেশি থাকায় ও মেজাজ ভালো থাকার ফলে, আপনি চ্যালেঞ্জিং কাজগুলিও সহজেই সামলে নেবেন।

কন্যা: আপনি ব্যক্তিগত বিষয়ে এত মগ্ন থাকবেন যে, আপনার পেশাদারিত্বে খামতি দেখা যাবে। সমস্যাগুলির মুখোমুখি মোকাবিলা করে সেগুলির সমাধান করুন। আপনার আবেগপ্রবণতা, আপনার চরিত্রের উদ্যমী দিকটিকে দমন করতে দেবেন না ৷ বিশেষত সন্ধ্যাবেলা । উন্নতির পথে এগোনোর পরিকল্পনা করে সময় ব্যয় করার জন্য, আজ উদ্যম ও উদ্দীপনায় ভরপুর দিনটি আদর্শ। এছাড়াও, পরিবারের সকলের জন্য সময় উৎসর্গ করুন। ভালো ও লাভজনক কোনও চাকরির প্রস্তাবও আজ আপনাকে আগ্রহী করতে পারে।

তুলা: নানা ধরনের চিন্তা সামলানোর জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। এটি করার জন্য আপনাকে, সমস্যা বিশ্লেষণের কৌশলের প্রাথমিক ধাপগুলি শিখতে ও অনুসরণ করতে হবে। এই ধাপগুলির মধ্যে পড়ে, বাস্তব ঘটনা জানা, সেগুলি বিশ্লেষণ করা এবং তারপরে আপনার পর্যবেক্ষণের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া। যদিও সবথেকে গুরুত্বপূর্ণ হলো, আপনার নেওয়া সিদ্ধান্ত অনুসারে কাজ করা। আজ আপনি আর্থিক উন্নতির জন্য আপনার ভাগ্য এবং অন্যদের উপর নির্ভর করবেন।

বৃশ্চিক: আজ হয়ত একটি ক্লান্তিকর ও ব্যস্ত দিন। আপনি এতই বিভ্রান্ত হয়ে পড়বেন যে, স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলবেন। তবে যুদ্ধে হার হয়েছে ভাববেন না, কেননা এর থেকে আপনি শিখেছেন সহনশীলতা। এক সময়ে একটিই সমস্যার দিকে মনোনিবেশ করুন ও ধীরস্থিরভাবে এগিয়ে যান। প্রিয়তমের আলিঙ্গনে আপনার আত্মাকে নতুন করে খুঁজে পান। মন দিয়ে পরিকল্পনা করলে আপনার সমস্যার সমাধান হবে ৷

ধনু: আজ আপনি আবেগপ্রবণ থাকবেন। সম্ভবত, আজ আপনি অন্যদের মনের কথা বোঝায় পারদর্শী হয়ে উঠবেন। কেউ আপনার সমালোচনা করলে, আপনি হয়ত সহজেই বিব্রত হয়ে পড়বেন। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে ৷ মেজাজও খারাপের দিকে যেতে পারে। যোগাভ্যাস ও ধ্যানের সাহায্যে নেতিবাচক চিন্তা থেকে বেরোনোর চেষ্টা করুন। আজ আর্থিক দিক থেকে আপনার নিজেকে ভাগ্যবান মনে হবে। যদি প্রযুক্তিভিত্তিক কোনও প্রকল্পে কাজ করার পরিকল্পনা করেন, তাহলে সেটিকে অন্যদিনের জন্য সরিয়ে রাখুন, কেননা আজকের দিনটি ভালো নাও হতে পারে।

মকর: আপনি অবসর সময় খোঁজার চেষ্টা করবেন ৷ কিন্তু আপনার ব্যস্ত কর্মসূচি থেকে নিজের জন্য এক মিনিট সময়ও চুরি করে আনা আপনার জন্য কঠিন হবে ৷ এই রকম সময়ে, সোজা-সহজ চিন্তা করাই কঠিন হয়ে পড়ে ৷ উদ্ভাবনী চিন্তার তো প্রশ্নই ওঠে না। যাই হোক, আপনি কোন কাজগুলিকে কতটা প্রাধান্য দেবেন তা ঠিক করে ফেলবেন ও কাজ সামলে নেবেন। মনে রাখবেন, আসলে কাজের মানই গুরুত্বপূর্ণ, কাজের পরিমাণ নয়। আজকে, স্বাস্থ্যকে প্রাধান্য দিন।

কুম্ভ: কঠিন পরিস্থিতি কাটিয়ে শক্তিশালী ব্যক্তিরাই এগিয়ে যায় ৷ আপনি আগেও শুনেছেন, কিন্তু এখন কাজ করার সময়। সম্ভবত আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া হবে। পুরনো সমস্যা এবং বিবাদ থেকে দূরে থাকুন। যে বিষয়ের সঙ্গে আপনার সরাসরি যোগ নেই, সেগুলি সম্বন্ধে আজ কম ভাবনা চিন্তা করাই ভালো। আজ আপনি একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন ৷ তা হয়তো সম্ভব হবে না।

মীন:আজ আপনার সৃজনশীলতা এমন ভাবে বিকশিত হবে, যা আগে কখনও হয়নি। সাধারণ মানুষদের মাথায় কোনও সৃজনশীল চিন্তা আসার জন্য অনেক অনুপ্রেরণা অধ্যাবসায়ের প্রয়োজন হয়। আর অন্যদিকে, আপনি অতীতের প্রয়াস থেকে যে শিক্ষা পেয়েছেন তা ভালো রকম মনে রাখেন এবং উচ্চতার শিখরে পৌঁছনোর জন্য বর্তমানে তার ব্যবহার করেন। আজ অনেক বিষযয়ে নিজের প্রত্যয় আনার জন্য আপনি সময় ব্যয় করবেন ৷ তাদের পেছনে যুক্তি প্রয়োগ করার চেষ্টা করবেন।

ABOUT THE AUTHOR

...view details