পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভা ভোটের আগে স্বস্তি ! কমল গ্যাসের দাম - LPG Cylinder Price - LPG CYLINDER PRICE

LPG Cylinder Price Reduce: দাম কমল এলপিজি সিলিন্ডারের ৷

ETV Bharat
লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমল

By ANI

Published : Apr 1, 2024, 8:20 AM IST

Updated : Apr 2, 2024, 10:19 AM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল:ভোটের আগে দাম কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের ৷ তৈল বিপণন কোম্পানিগুলি 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে, নতুন দাম আজ এপ্রিলের প্রথম দিন থেকে কার্যকর হচ্ছে ৷ এছাড়া 5 কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে ৷ 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 30.50 টাকা কমানো হয়েছে ৷ 1 এপ্রিল থেকে দিল্লিতে নতুন দাম 1 হাজার 764.50 টাকা ৷

এর আগে 1 মার্চ, তৈল বিপণন কোম্পানিগুলি কমার্শিয়াল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছিল ৷ আজ থেকে দেশের চারটি মেট্রো শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল-

দিল্লি- 1 হাজার 795 টাকা

মুম্বই- 1 হাজার 749 টাকা

চেন্নাই- 1 হাজার 960 টাকা

কলকাতা- 1 হাজার 911 টাকা

এর আগে 8 মার্চ রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ৷ 14 কেজি ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ নারীদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, "আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত সারা দেশে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে অবশ্যই লাঘব করবে ৷ বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে ।"

তিনি আরও লেখেন, "রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করা হয়েছে ৷ এর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ পরিবারের পাশে থাকার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করারও লক্ষ্য রাখছি ৷ এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য 'সহজ জীবনযাপন' নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷" এর আগে গত বছর অক্টোবরে দাম বেড়েছিল এলপিজি-র ৷ তার পর অবশ্য চলতি বছর জানুয়ারি মাসে গার্হস্থ্য এবং বাণিজ্যিক দুই ধরনের গ্য়াস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল ৷ এরপর এদিন ফের রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্র ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে কমল গ্যাসের দাম, 'গিমিক' বলে কটাক্ষ বিরোধীদের
  2. এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে মোদির উপহার
Last Updated : Apr 2, 2024, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details