চেন্নাই, 10 এপ্রিল:দেশেফিরলেন শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ভারতীয় মৎসজীবীরা ৷ 19 জন মৎসজীবী বুধবার সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছেছেন। মাছ ধরতে গিয়ে তাঁরা শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েছিলেন ৷ সকলেই তামিলনাড়ুর রামানাথপুরম এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপের অবশেষে সুরাহা হয় ৷ মঙ্গলবার শ্রীলঙ্কা 19 জন মৎসজীবীকে ছেড়ে দিয়েছে এবং বুধবার সকালে চেন্নাইয়ে এসেছেন তাঁরা । সেখান থেকে তাঁরা বাড়ির পথে রওনা দিয়েছেন ৷
শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস মঙ্গলবার এক্সে লিখেছে, "19 জন ভারতীয় মৎসজীবীকে শ্রীলঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা চেন্নাই যাচ্ছে ।" চলতি সপ্তাহের শুরুতে তামিলনাড়ুর মোট 19 জন মৎসজীবীকে শ্রীলঙ্কার কলম্বো থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেন্নাই পাঠানো হয়েছিল ৷ 6 মার্চ সীমান্ত অতিক্রম করার জন্য শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের গ্রেফতার করেছিল । 19 জন মৎসজীবীদের মধ্যে মায়িলাদুথুরাইয়ের 9 জন, পুদুকোট্টাইয়ের চারজন এবং পুদুচেরি রাজ্যের করাইকালের ৬ জন রয়েছেন । তাঁরা সবাই গত 6 মার্চ দুটি নৌকায় করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ।