নয়াদিল্লি, 23 জুন:মজা করে ভুয়ো মেইল পাঠিয়ে বোমা আতঙ্কের সৃষ্টি করে বিপাকে এক কিশোর ৷ 13 বছরের ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে তাঁকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ ৷
ঘটনার সূত্রপাত সোমবার ৷ একটি মেইল আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, যার থেকে বোমার আতঙ্ক ছড়ায় ৷ মেইলে বলা হয়, দিল্লি-দুবাইগামী বিমানে বোমা রাখা আছে ৷ মেইল পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের ৷ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের ৷ যদিও তল্লাশি করে সন্দেহজনক কোনও কিছু উদ্ধার হয়নি বলে খবর ৷ এরপরই তদন্তে জানা যায়, মেইলটি পাঠিয়েছে 13 বছরের এক কিশোর ৷