সরাইকেলা (ঝাড়খণ্ড), 30 জুলাই:দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেল। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। চক্রধরপুর বিভাগের বাদাবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ অনেক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে ৷
হাওড়া-মুম্বই মেল (12810) সোমবার সন্ধ্যা 7টা 35 মিনিটে হাওড়া থেকে ছাড়ে ৷ মঙ্গলবার ভোর 4.30 টার সময় ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের বাদবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পোটো বেদা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনটির চারটি সাধারণ বগি ছাড়া বাকি সব বগিগুলি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ অনেকে যাত্রীই আহত হয়েছেন বলে রেল সুত্রে জানা গিয়েছে । প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ তৎপরতা শুরু করেছেন ৷ ঘটনার দুঃখপ্রকাশ করে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷