গোধরা , 22 জানুয়ারি: সুপ্রিম কোর্টের চাপে ডেটলাইন মেনে আত্মসমর্পণ করল 11 দোষী ৷ বিলকিস বানো গণধর্ষণ মামলায় গুজরাতে পঞ্চমহল জেলার গোধরা উপ-সংশোধনাগারে রবিবার রাতেই দোষীরা আত্মসমপর্ণ করেছে ৷ অপরাধ দমন শাখার ইন্সপেক্টর এনএল দেশাই জানিয়েছেন, রবিবার মধ্যরাতেই 11 জন দোষী জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে ৷
বিলকিস মামলায় 8 জানুয়ারি সুপ্রিম কোর্টে 11 দোষীকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় । পরবর্তীতে, তিন দোষী আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদন জানায়, যা খারিজ করে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টে ডেটলাইনকে সামনে রেখেই গতরাতে আত্মসমর্পণ করল 11 দোষী। 2002 সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় গুজরাত সরকার দোষীদের ক্ষমা করে দেয় ।
তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ কিন্তু 14 বছরের সাজা ভোগ করার পর 2022 সালের 15 অগস্ট দোষীদের মুক্ত করা হয় ৷ এরপর 8 জানুয়ারি, সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের দেওয়া 11 দোষীকে মুক্তির আদেশ বাতিল করে দেয় ৷ প্রজাতন্ত্র দিবসের আগেই দোষীরা সুপ্রিম-চাপে আত্মসমর্পণ করল ।