পশ্চিমবঙ্গ

west bengal

স্বাধীনতা দিবসেই রায়গঞ্জের আকাশে উড়বে 105 ফুট উঁচু জাতীয় পতাকা

By

Published : Aug 4, 2020, 7:48 PM IST

রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় 15 অগাস্ট উত্তোলিত হবে 105 ফুটের জাতীয় পতাকা। আজ সেই প্রস্তুতি পরিদর্শনে রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ একাধিক আধিকারিকেরা।

105 foot tallest national flag
105 foot tallest national flag

রায়গঞ্জ, 4 অগাস্ট: স্বাধীনতা দিবসে রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় আকাশে উড়বে 105 ফুটের জাতীয় পতাকা। ইতিমধ্যে প্রায় সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলেছে রায়গঞ্জ পৌরসভা। তবে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ঘড়ি মোড় এলাকায় পরিদর্শন করলেন রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ একাধিক আধিকারিকেরা।মানুষের মধ্যে দেশাত্মবোধ ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে 105 ফুট জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ।

শহরের যে কোনও প্রান্ত থেকেই দেখা যাবে এই পতাকাটি। এখন চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। শহরের কেন্দ্রবিন্দুতে এই সুবিশাল জাতীয় পতাকাটি প্রায় কুড়ি থেকে ত্রিশ ফুটের হবে। জাতীয় পতাকাটিকে সারাবছর ধরে উড়তে দেখা যাবে। বহুদূর থেকে জাতীয় পতাকা দেখার জন্য রাতের বেলায় উন্নত প্রযুক্তির উজ্জ্বল আলোকবাতি ব্যবস্থাও করা হয়েছে বলে জানান রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান। উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এই ধরনের একটি জাতীয় পতাকা রয়েছে । এছাড়া দেশের মধ্যে শুধু মাত্র হাতেগোনা কয়েকটি জায়গাতেই ধরনের জাতীয় পতাকার নিদর্শন রয়েছে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন,"আজকে এই পতাকা উত্তোলনের কর্মসূচির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করতে এসেছিলাম। আগামী স্বাধীনতা দিবসের দিনে এই পতাকা উত্তোলনের কাজ সম্পন্ন হবে ।নির্ধারিত এজেন্সিদের সমস্ত বিষয়টি ভালো করে বুঝে দেওয়ার জন্যই আমরা আজকে পরিদর্শনে এসেছি। মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details