কলকাতা, 1 জুলাই: মঙ্গলবার সকালে দিল্লি থেকে সরাসরি চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সকাল 10টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাজ্যপাল ৷ তারপর সোজা চোপড়া যাবেন আনন্দ বোস।
রাজভবন সূত্রে খবর, চোপড়ার নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল ৷ মঙ্গলবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকেই ফের সোজা দিল্লিতে ফিরবেন আনন্দ বোস । আপৎকালীন বা জরুরি ভিত্তিতে কোনও কাজ না থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁর কলকাতায় ফেরার কোনও সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে । সূত্রের দাবি, মঙ্গলবার সকাল 7টা 25 মিনিটে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হবেন রাজ্যপাল। বাগডোগরা থেকে সড়ক পথে চোপড়া পৌঁছবেন তিনি। এখান থেকে কোচবিহারের দিনহাটাতেও রাজ্যপাল যেতে পারেন বলে রাজভবন সূত্রের খবর।
দিনভর এই কর্মসূচি সেরা দিল্লিতে ফিরে রাজ্যপাল রিপোর্ট জমা দিতে পারেন বলেও অনুমান করা হচ্ছে। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার আগেই এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ পুলিশ প্রশাসনের কড়া ভাষায় সমালোচনা করেছেন। রাজ্যে জঙ্গলের রাজত্ব থেকেও খারাপ অবস্থা বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এধরনের হিংসার ঘটনা কীভাবে ঘটতে পারে সে বিষয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি ৷
কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের পুলিশ ও পুলিশমন্ত্রীর কড়া ভাষায় সমালোচনা করেছেন আনন্দ বোস। হিংসার ঘটনা পুলিশ গ্যালারিতে বসে দেখছে বলেও তিনি দাবি করেছেন। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু চোর কিংবা মোবাইল ফোন চোর সন্দেহে যে গণপিটুনির ঘটনা ঘটছে সে সমস্ত বিষয়েও 'অ্যাকশন' নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।