পশ্চিমবঙ্গ

west bengal

Governor Sought Report From CS : শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে পুলিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

By

Published : May 15, 2022, 9:44 PM IST

Updated : May 16, 2022, 10:08 AM IST

শুভেন্দুর অভিযোগ, পূর্ব সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই তাঁর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ (Police action in MLA office of Suvendu Adhikari)

police in suvendu office
মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

কলকাতা, 15 মে: আগাম কোনও সূচনা না দিয়ে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে হানা দিয়েছে পুলিশ (Police action in MLA office of Suvendu Adhikari) ৷ রবিবার এমনই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Sought Report From CS) ৷

রবিবার সন্ধ্যায় এই বিষয়টি নিয়ে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে একটি ভিডিও পোস্ট করেন তিনি ৷ যেখানে শুভেন্দুর বিধায়ক কার্যালয়ের ভিতর পুলিশকে দেখা গিয়েছে ৷ এই টুইটে ধনকড় লেখেন, "রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে পুলিশ হানা দিয়েছে, বিষয়টি উদ্বেগের ৷ মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷" এরপরেই আরও একটি টুইটে রাজ্যপাল জানান, তিনি আজ (রবিবার) রাত 10টার মধ্যে মুখ্যসচিবকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছেন ৷ তাঁর কথায়, "গণতন্ত্রে বিরোধী দলনেতার বিধায়ক কার্যালয়ে পুলিশের এই হানা অত্যন্ত চিন্তার বিষয় " ৷

আরও পড়ুন : ত্রিপুরায় পরাজয় ঠেকাতে পারবেন না 10 মাসের মুখ্যমন্ত্রী : রাজীব

এদিন শুভেন্দু অধিকারী টুইটে অভিযোগ করেন, কোনও পূর্ব সূচনা, সার্চ ওয়ারেন্ট ছাড়া ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতেই নন্দীগ্রামে তাঁর বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করেছে পুলিশ ৷ তাঁর কথায়, "মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ ৷ "

Last Updated : May 16, 2022, 10:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details