পশ্চিমবঙ্গ

west bengal

করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা

By

Published : Apr 7, 2021, 5:16 PM IST

ইতিমধ্যে আইপিএলে খেলার জন্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একাধিক খেলোয়াড় কোভিড আক্রান্ত। আক্রান্ত মাঠকর্মীরাও। বলিউডের তারকাদের মধ্যে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এবার সেই ধাক্কা ভারতীয় ফুটবলে। এর আগে বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন । এবার সেই তালিকায় নাম উঠল প্রাক্তন তারকা শ্যাম থাপার।

covid
প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা

কলকাতা, 7 এপ্রিল : এবার করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। মঙ্গলবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে আপাতত সুস্থ এবং স্থিতিশীল। সোমবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর চিকিৎসকের পরামর্শ মেনে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। তাঁর অসুস্থতার খবর জানার পরে উৎকণ্ঠা বেড়েছে ক্রীড়ামহলে।

ইতিমধ্যে আইপিএলে খেলার জন্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একাধিক খেলোয়াড় কোভিড আক্রান্ত। আক্রান্ত মাঠকর্মীরাও। বলিউডের তারকাদের মধ্যে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এবার সেই ধাক্কা ভারতীয় ফুটবলে। এর আগে বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন।এবার সেই তালিকায় নাম উঠল প্রাক্তন তারকা শ্যাম থাপার। হাসপাতালে বিছানায় শুয়ে শুভানুধ্যায়ীদের ফোন ধরছেন তিনি। প্রত্যেকেই তাঁর কুশল জানতে চাইছেন। তিনি বলেন, "কোনও সমস্যা ছিল না আমার। বুঝতেই পারিনি। শুধুমাত্র খাওয়ার সময় সমস্যা বেশ কিছুদিন ধরে হচ্ছিল।তাই কিছুটা সন্দেহের বশেই কোভিড টেস্ট করেছিলাম। পজিটিভ রিপোর্ট আসতেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন খেতে সমস্যা নেই। বাড়িতে থাকার সময় খাওয়ার ইচ্ছে টা চলে গিয়েছিল, সেটা অনেকটা ফিরেছে। আমি এখন সুস্থ আছি।"

আরও পড়ুন- মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর


তবে এর সঙ্গে প্রাক্তন তারকা সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার কথা বলেছেন ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি সবাইকে বলব করোনা চলে গিয়েছে এটা ভাবার কোনও কারণ নেই। তাই সবাইকে বলব মাস্ক পরে চলতে হবে, দুরত্ব বিধি মেনে চলুন। এটা দরকার, সবার জন্য দরকার। আমি সবসময় এই বিধিনিষেধ মেনে চলেছি। তা সত্ত্বেও আক্রান্ত। কোথাও একটা ফাঁক ছিল, যা বুঝতে পারিনি। তাই সবাইকে অনুরোধ অবহেলা করবেন না। সকলে সতর্ক থাকবেন।"

ABOUT THE AUTHOR

...view details