ETV Bharat / sports

কোপায় শেষ ব্রাজিলের অভিযান, সেমি’তে কলম্বিয়ার সামনে উরুগুয়ে - Copa America 2024 - COPA AMERICA 2024

Brazil in Copa America 2024: নেইমারহীন ব্রাজিলকে মাত দিল 10 জনের উরুগুয়ে ৷ কোপার কোয়ার্টার ফাইনালে ছিটকে গেল সেলেকাও ৷ সেমি-ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে নামবে 15 বারের কোপাজয়ী উরুগুয়ে ৷

Brazil in Copa America
কোপায় শেষ ব্রাজিলের অভিযান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 8:47 AM IST

Updated : Jul 7, 2024, 12:36 PM IST

লাস ভেগাস, 7 জুলাই: এবারের মতো কোপা আমেরিকায় শেষ ব্রাজিলের অভিযান ৷ টাইব্রেকারে উরুগুয়ের 4-2 গোলে কাছে হেরে ছিটকে গেল পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ চোটের কারণে গোটা টুর্নামেন্টেই দলের সেরা তারকা নেইমারকে পায়নি সেলেকাওরা ৷ এদিনও নেইমার ও ক্যাসেমিরোকে ছাড়াই নেমেছিল ব্রাজিল ৷ কার্ড সমস্যায় কোয়ার্টার ফাইনালে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়রও ৷ সেটাই কাল হয়ে দাঁড়াল ন’বারের কোপাজয়ীদের জন্য ৷

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলেও কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ৷ এদিন যদিও সব বিষয়েই উরুগুয়েকে মাত দিল পেলের দেশ ৷ 74 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় নাহিতান নান্দেজকে ৷ ফলে শেষ 20 মিনিট দশজনে খেলে দিয়েগো ফোরলানের উত্তরসূরিরা ৷ যদিও তাতে শেষরক্ষা হল না ৷ সের্জিও রাচেটের বিশ্বস্ত হাতে আটকে গেলেন ডগলাস লুইসরা ৷ টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন এদের মিলিতাও ও ডগলাস লুইস ৷ ফলে অ্যালিসন বেকের উরুগুয়ের স্পটকিক বাঁচালেও তা কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 4-2 গোলে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে ৷

অন্য ম্যাচে পানামাকে 5-0 গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া ৷ ম্যাচের শুরু থেকে পালা করে আক্রমণে যাচ্ছিল দু’দলই ৷ যদিও গোলমুখ খুলতে পারেনি পানামা ৷ ম্যাচের 8 মিনিটের মাথায় শুরু হয় জেমস রদ্রিগেজদের গোল উৎসব ৷ যা শেষ হয় অতিরিক্ত সময়ে ৷ 11 জুলাই শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে 15 বারের কোপাজয়ী উরুগুয়ে ৷

লাস ভেগাস, 7 জুলাই: এবারের মতো কোপা আমেরিকায় শেষ ব্রাজিলের অভিযান ৷ টাইব্রেকারে উরুগুয়ের 4-2 গোলে কাছে হেরে ছিটকে গেল পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ চোটের কারণে গোটা টুর্নামেন্টেই দলের সেরা তারকা নেইমারকে পায়নি সেলেকাওরা ৷ এদিনও নেইমার ও ক্যাসেমিরোকে ছাড়াই নেমেছিল ব্রাজিল ৷ কার্ড সমস্যায় কোয়ার্টার ফাইনালে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়রও ৷ সেটাই কাল হয়ে দাঁড়াল ন’বারের কোপাজয়ীদের জন্য ৷

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলেও কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ৷ এদিন যদিও সব বিষয়েই উরুগুয়েকে মাত দিল পেলের দেশ ৷ 74 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় নাহিতান নান্দেজকে ৷ ফলে শেষ 20 মিনিট দশজনে খেলে দিয়েগো ফোরলানের উত্তরসূরিরা ৷ যদিও তাতে শেষরক্ষা হল না ৷ সের্জিও রাচেটের বিশ্বস্ত হাতে আটকে গেলেন ডগলাস লুইসরা ৷ টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন এদের মিলিতাও ও ডগলাস লুইস ৷ ফলে অ্যালিসন বেকের উরুগুয়ের স্পটকিক বাঁচালেও তা কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 4-2 গোলে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে ৷

অন্য ম্যাচে পানামাকে 5-0 গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া ৷ ম্যাচের শুরু থেকে পালা করে আক্রমণে যাচ্ছিল দু’দলই ৷ যদিও গোলমুখ খুলতে পারেনি পানামা ৷ ম্যাচের 8 মিনিটের মাথায় শুরু হয় জেমস রদ্রিগেজদের গোল উৎসব ৷ যা শেষ হয় অতিরিক্ত সময়ে ৷ 11 জুলাই শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে 15 বারের কোপাজয়ী উরুগুয়ে ৷

Last Updated : Jul 7, 2024, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.