পশ্চিমবঙ্গ

west bengal

অভিজিতের মৃত্যুর তদন্তে তৎপর নয় রাজ্য : মুকুল

By

Published : Dec 8, 2019, 12:03 AM IST

কী ভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত হওয়া দরকার ৷ দুর্ঘটনায় BJP নেতা অভিজিৎ রায়চৌধুরির মৃত্যু নিয়ে বললেন BJP নেতা মুকুল রায় ৷

Mukul Roy on BJP leader died
মুকুল রায়

শিলিগুড়ি, 7 ডিসেম্বর : BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরির মৃত্যুর তদন্তে তৎপর নয় রাজ্য সরকার ৷ শিলিগুড়িতে অভিজিতের পরিবারকে সান্ত্বনা দিতে এসে একথা বলেন BJP নেতা মুকুল রায় ৷

আজ সন্ধ্যায় অভিজিতের পরিজনদের সঙ্গে দেখা করতে আসেন পাহাড়ের রাজনৈতিক দলের নেতারা ৷ শিলিগুড়িতে অভিজিতের বাড়িতে আসেন মেয়র অশোক ভট্টাচার্য, পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ রাতের দিকে সেখানে এসে পৌঁছান BJP নেতা মুকুল রায় এবং সাংসদ রাজু বিস্তা ৷ অভিজিতের মৃত্যুর সঠিক কারণ খুঁজতে রাজ্য সরকার ঠিকমতো তদন্ত করছে না বলে অভিযোগ করেন মুকুল রায় ৷

দেখুন ভিডিয়োয়

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মুকুল রায় বলেন, "বেশ কিছুদিন আগে তৃণমূলের এক যুব নেতার গাড়ি দুর্ঘটনা হয়েছিল ৷ প্রাণে বেঁচেছিলেন ৷ কিন্তু চোখের ক্ষতি হয়েছিল ৷ সেই ঘটনার যে পর্যায়ে রাজ্য সরকার তদন্ত করেছিল, তার বিন্দুবিসর্গ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে না ৷ যে তৎপরতা রাজ্য পুলিশের করা দরকার ছিল, তা করা হয়নি ৷

BJP এই নেতা আরও বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত হওয়া দরকার ৷ এই নিয়ে তিনি শাসকদলের দিকে আঙুল তুলছেন কি না, এই প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন, "আমরা কোনও ইঙ্গিত করছি না ৷ কিন্তু, অভিজিতের স্ত্রী অভিযোগ করেছেন যে সাধারণ দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়নি ৷ এর পিছনে ষড়যন্ত্র রয়েছে ৷" অভিজিতের স্ত্রী খুনের অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেন মুকুল ৷

ABOUT THE AUTHOR

...view details